সর্বশেষ সংবাদ
Home / বিদেশের খবর / পাকিস্তান থেকে এবার কপিল শর্মাকে খুনের হুমকি!

পাকিস্তান থেকে এবার কপিল শর্মাকে খুনের হুমকি!

শেরপুরে নিউজ ডেস্ক:

অভিনেতা সাইফ আলি খানের ওপর হামলার ঘটনায় এখনো ত্রস্ত বলিউড। এরই মধ্যে ফের আতঙ্ক মুম্বাই শহরের টিনসেল টাউনে।

এবার হুমকির বার্তা এলো ভারতের কৌতুকশিল্পী কপিল শর্মার কাছে। পুলিশ জানিয়েছে, পাকিস্তান থেকে ই-মেইলে খুনের হুমকি আসে তার কাছে।

শুধু কপিলই নন, অভিনেতা রাজপাল যাদব, কৌতুকশিল্পী সুগন্ধা মিশ্র ও নৃত্য পরিচালক রেমো ডিসুজার কাছেও এসেছে হুমকি বার্তা। ইতোমধ্যে পুলিশ এই বিষয়ে তদন্তও শুরু করেছে। খবর আনন্দবাজার পত্রিকার।

এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির বিরুদ্ধে মুম্বাইয়ের অম্বোলি থানার পুলিশ এফআইআর দায়ের করেছে বলে জানা যাচ্ছে।

পুলিশের কাছে যে ইমেইলের তথ্য এসেছে তাতে বলা হয়েছে, নিজেদের প্রচারের জন্য এমন বার্তা দেয়া হয়নি। তাই কেউ এই বিষযকে হালকাভাবে নেবেন না। আমরা আপনাদের প্রতিদিনের জীবনাচারের ওপর নজর রাখছি। এই হুমকি বার্তা এড়িয়ে গেলে পরিণতি আরো খারাপ হতে পারে, এ-ও বলা হয়েছে।

সাইফের ঘটনার পরে এই হুমকি বার্তা আসায় ফের আতঙ্কের আবহ তৈরি হয়েছে। গত সপ্তাহে নবাবপুত্র সাইফের বাড়িতে মধ্যরাতে হামলা করে এক দুষ্কৃতকারী।

চুরির উদ্দেশ্য নিয়েই শরিফুল নামের এক ব্যক্তি ঢুকে পড়েছিলেন। এমনই জানিয়েছে মুম্বাই পুলিশ। সেই রাতে সাইফ বাধা দিতে গেলে তার ওপর চড়াও হন শরিফুল নামে সেই হামলাকারী।

৬ বার ছুরিকাঘাতে রক্তাক্ত করেন অভিনেতাকে। জানা গেছে, শরিফুল বাংলাদেশের ঝালকাঠী জেলার বাসিন্দা। অবৈধ ভাবে ভারতে প্রবেশ করেছিলেন তিনি।

Check Also

গাজার পর এবার পশ্চিমতীরে ইসরায়েলি নৃশংসতায় নিহত ৫০

শেরপুর নিউজ ডেস্ক: দীর্ঘ ১৫ মাস যুদ্ধের পর ফিলিস্তিনের গাজায় এখন চলছে যুদ্ধবিরতি। এরমধ্যেই এবার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eighteen − 4 =

Contact Us