সর্বশেষ সংবাদ
Home / বগুড়ার খবর / শেরপুরে মসজিদের দুটি মাইকসেট ও দানবাক্সের তালা ভেঙ্গে টাকা চুরি

শেরপুরে মসজিদের দুটি মাইকসেট ও দানবাক্সের তালা ভেঙ্গে টাকা চুরি

শেরপুর নিউজ ডেস্ক: বগুড়ার শেরপুর মসজিদের দানবাক্সের তালা ভেঙ্গে টাকা, দুটি মাইক্রোফোন ও দুটি মাইকসেট চুরির ঘটনা ঘটেছে।গত বুধবার (২২ জানুয়ারি) দিবাগত রাতে উপজেলার গাড়িদহ ইউনিয়নের ফুলবাড়ী দহপাড়া (মধ্যপাড়া) জামে মসজিদে এই চুরির ঘটনা ঘটে। কিছুদিন আগেও একই ইউনিয়নের কাফুরা জামে মসজিদের তালা ভেঙ্গে চোরেরা ব্যাটারি চুরি করে নিয়ে গেছে।
মসজিদে ইমাম ও মোয়াজ্জিন হেদায়েতুল্লাহ শিব্বির বলেন, বুধবার এশার নামাজ শেষে মসজিদ তালা দিয়ে বাড়িতে চলে যাই। ভোরে ফজরের আজান দেয়ার জন্য মসজিদে এসে তালা খুলে ভিতরে গিয়ে দেখতে পাই মাইকসেট নেই। পরে স্থানীয়দের ডাকাডাকি করলে তারা এসে দেখতে পান জানালার গ্রীল কেটে কে বা কারা মসজিদের দুটি মাইক সেট, দুটি মাইক্রোফোন ও দানবাক্সের তালা ভেঙ্গে টাকা চুরি করে নিয়ে গেছে। এ বিষয়ে মসজিদ কমিটির সভাপতি আলহাজ্ব নজরুল ইসলাম জানান, ১ বছর পর পর রমজানের সময় দানবাক্সের তালা খুলে তারা টাকা বের করেন। এর মধ্যে দান বাক্সের সমস্ত অর্থ চুরি হয়ে গেল।এ বিষয়ে শেরপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম গনমাধ্যমকে জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। চোর সনাক্ত করে দ্রæত চোরকে আটক ও মালামাল উদ্ধারের চেষ্টা চলছে।

 

Check Also

শেরপুরে দোকানের তালা ভেঙ্গে মালামাল লুট

    শেরপুর নিউজ ডেস্ক: বগুড়ার শেরপুরে গত রোববার দিবাগত রাতের আধারে গুদামের তালা কেটে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twelve + 15 =

Contact Us