সর্বশেষ সংবাদ
Home / বগুড়ার খবর / শেরপুরে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা অনুষ্ঠিত

শেরপুরে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা অনুষ্ঠিত

শেরপুর নিউজ ডেস্ক: ‘জ্ঞান-বিজ্ঞানে করবো জয়, সেরা হবো বিশ্বময়’ শীর্ষক প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়ার শেরপুরে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলার সমাপণী ও পুরস্কার বিরতণ অনুষ্ঠিত হয়েছে।
শেরপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে মঙ্গলবার (২১ জানুয়ারি) বিকাল ৫ টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে আয়োজিত সমাপণী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্র্মকর্তা মোঃ আশিক খান। উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) এস এম রেজাউল করিম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নজরুল ইসলাম ,উপজেলা প্রকৌশলী মোঃ আব্দুল মজিদ, উপজেলা কৃষি কর্মকর্তা ফারজানা আক্তার, পল্লী উন্নায়ন কর্মকর্তা আরিফুল ইসলাম, অধ্যক্ষ মোখলেছুর রহমান প্রমুখ। দুইদিন ব্যাপী এ মেলায় উপজেলার ১৮ টি শিক্ষা প্রতিষ্ঠান স্টলে শিক্ষার্থীরা তাদের তৈরি প্রযুক্তি পণ্য প্রদর্শন করেন। পরে বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ী শিক্ষার্থী ও শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে পুরস্কার তুলে দেন উপজেলা নির্বাহী কর্র্মকর্তা মোঃ আশিক খান। মেলার অন্যতম উদ্ভাবন, শেরউড ইন্টঃ প্রাইভেট স্কুলের শিক্ষার্থীরা প্রদর্শন করেন, ‘কৃষি দর্পণ’ ৩৬০ নামের এক নতুন মডেল । এতে কৃষকরা কিভাবে উন্নত প্রযুক্তি ব্যবহার করে সারা বছর কৃত্রিমভাবে স্বল্প খরচে অধিক ফসল উৎপাদন, ডিজিটাল ডিভাইস ব্যবহার করে রোগ শনাক্ত ও নির্মূল করতে পারবে তা দেখানো হয়েছে । তারা জুনিয়র গ্রæপের ১ম স্থান অর্জন করেন। শেষে এক মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয় ।

 

 

Check Also

শেরপুরে দোকানের তালা ভেঙ্গে মালামাল লুট

    শেরপুর নিউজ ডেস্ক: বগুড়ার শেরপুরে গত রোববার দিবাগত রাতের আধারে গুদামের তালা কেটে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twenty + twenty =

Contact Us