সর্বশেষ সংবাদ
Home / অর্থনীতি / অনলাইনে আয়কর রিটার্ন দেওয়া যাবে সারা বছর

অনলাইনে আয়কর রিটার্ন দেওয়া যাবে সারা বছর

শেরপুর নিউজ ডেস্ক: ব্যক্তি করদাতারা সারা বছর অনলাইনে রিটার্ন দিতে পারবেন বলে জানিয়েছেন এনবিআর চেয়ারম্যান আবদুর রহমান খান। তবে ৩১ জানুয়ারির পর রিটার্ন দিলে ২ শতাংশ হারে সুদ দিতে হবে। রোববার কাস্টমস দিবসের অনুষ্ঠানে এ তথ্য জানান তিনি।

এসময় নিত্যপণ্যের চড়া দামের কথা স্বীকার করে অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ জানান, বাজারে সব জিনিসের দাম একসাথে কমবে, এমন আশা করা যাবে না।

আগামী ৩১ জানুয়ারি রিটার্ন জমার সময়সীমা শেষ হচ্ছে। এ বছর দুই দফা এক মাস করে সময় বাড়ানো হয়েছে। এখন পর্যন্ত ১২ লাখ করদাতা অনলাইনে রিটার্ন জমা দিয়েছেন।

আন্তর্জাতিক কাস্টমস দিবসের সেমিনারে এনবিআর চেয়ারম্যান জানান, ব্যক্তিশ্রেণির করদাতারা সারা বছর অনলাইনে রিটার্ন দিতে পারবেন। তবে সে জন্য ২ শতাংশ হারে সুদ দিতে হবে। সর্বোচ্চ ২৪ মাসের জন্য ৪৮ শতাংশ পর্যন্ত এই সুদ আরোপিত হবে।

Check Also

ভারত থেকে ৩৬ হাজার মেট্রিক টন চাল নিয়ে জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে

  শেরপুর নিউজ ডেস্ক: ভারত থেকে ৩৬ হাজার মেট্রিক টন সেদ্ধ চাল নিয়ে ‘এমভি ফ্রসো …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Contact Us