সর্বশেষ সংবাদ
Home / বিদেশের খবর / ট্রাম্পের সঙ্গে মোদির ফোনালাপ

ট্রাম্পের সঙ্গে মোদির ফোনালাপ

শেরপুর নিউজ ডেস্ক: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার ফোনালাপ করেছেন। গত সপ্তাহে ট্রাম্পের অভিষেকের পর দুই নেতার মধ্যে এটাই প্রথম কথোপকথন।

সামাজিক মাধ্যম এক্সে এক পোস্টে মোদি বলেন, ‘আমরা একটি পারস্পরিক সুবিধা ও বিশ্বস্ত অংশীদারিত্বের জন্য প্রতিশ্রুতিবদ্ধ।’ পোস্টে মোদি ‘প্রিয় বন্ধু’ বলে ট্রাম্পকে সম্বোধন করেন ও ঐতিহাসিক দ্বিতীয় মেয়াদের জন্য অভিনন্দন জানান।

তিনি বলেন, ‘আমরা নিজ নিজ দেশের জনগণের কল্যাণ এবং বিশ্ব শান্তি, সমৃদ্ধি ও নিরাপত্তার জন্য একসঙ্গে কাজ করব।’ ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার পর নথিপত্রহীন বিপুল সংখ্যক ভারতীয়কে যুক্তরাষ্ট্র থেকে ফেরত পাঠানোর পরিকল্পনার মধ্যে তাদের এ ফোনালাপ হলো।

 

Check Also

যুক্তরাষ্ট্রে পাকিস্তানি নাগরিকদের প্রবেশে নিষেধাজ্ঞা আসতে পারে

শেরপুর নিউজ ডেস্ক: যুক্তরাষ্ট্রে পাকিস্তানি নাগরিকদের প্রবেশে নিষেধাজ্ঞা আসতে পারে বলে জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স। গত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × 5 =

Contact Us