শেরপুর নিউজ ডেস্ক:
নাগরিকের মৌলিক অধিকার নিশ্চিতে সুপ্রিম কোর্টে জনগুরুত্বপূর্ণ ও সাংবিধানিক গুরুত্বসম্পন্ন মামলার বিচারকাজ বা কারর্যধারা সরাসরি সম্প্রচারের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে।
সোমবার (২৭ জানুয়ারি) আইনজীবী-শিক্ষার্থী মিলে ১০ জন হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এই রিট করেন।
রিটকারীরা হলেন সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ সাদ্দাম হোসেন, আব্দুল্লাহ সাদিক, মিজানুল হক, ঢাকা কোর্টের আইনজীবী যায়েদ বিন আমজাদ, শিক্ষানবিশ আইনজীবী মোহাম্মদ শানেওয়াজ, সাব্বির আহমদ, মাহমুদুল হাসান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী শামীম শহিদী, মো. রফিকুল সাব্বির ও হাবিববুর রহমান আল আহসানিএই রিট করেন। সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল, আইনসচিব ও তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিবকে বিবাদী করা হয়েছে রিটে।
রিটকারীদের আইনজীবী মোহাম্মদ শিশির মনির পরে সাংবাদিকদের বলেন, ‘তথ্য জানার অধিকার আইন দ্বারা স্বীকৃত। আর স্বচ্ছ বিচার পাওয়া সংবিধানস্বীকৃত অধিকার। পৃথিবীর বিভিন্ন দেশের গুরুত্বপূর্ণ মামলা সরাসরি সম্প্রচার করা হয়। সংবিধানের ৩৫ অনুচ্ছেদ অনুসারে স্বচ্ছ এবং জবাবদিহিমূলক বিচার একটি মৌলিক অধিকার।
সংবিধানের ২৭, ৩১ এবং ৩৫(৩) অনুচ্ছেদের অধীনে নাগরিকদের মৌলিক অধিকার নিশ্চিত করতে সুপ্রিম কোর্টে জনগুরুত্বপূর্ণ বা সাংবিধানিক গুরুত্বসম্পন্ন মামলার বিচারকাজ বা কার্যধারা সরাসরি সম্প্রচারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশ কেন দেওয়া হবে না, জানতে রিটে রুল চাওয়া হয়েছে। সেই সঙ্গে আদালতের কার্যধারার সরাসরি সম্প্রচারের জন্য নির্দেশিকা বা নীতিমালা তৈরির জন্য একটি কমিটি গঠনের অন্তর্বর্তী নির্দেশনাও চাওয়া হয়েছে রিটে। এ ছাড়া পাইলট প্রকল্প হিসেবে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের নির্বাচিত মামলার সরাসরি সম্প্রচারের প্রয়োজনীয় কারিগরি ও প্রযুক্তিগত (লজিস্টিক) সহায়তা দিতে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতি নির্দেশনা চাওয়া হয়েছে।
বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর হাইকোর্টে বেঞ্চে চলতি সপ্তাহে রিট আবেদনটির শুনানি হতে পারে বলে জানিয়েছেন রিট আবেদনকারী আইনজীবী মোহাম্মদ সাদ্দাম হোসেন।
রিট আবেদনে বলা হয়েছে, আদালতের বিচারিক কার্যক্রম সরাসরি সম্প্রচার বিচারব্যবস্থার স্বচ্ছতা, গ্রহণযোগ্যতা এবং জবাবদিহির ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদান রাখবে। আইনের শাসন, ন্যায়বিচারের প্রতি জনগণের আস্থা বাড়বে।