সর্বশেষ সংবাদ
Home / রাজনীতি / নির্বাচন নিয়ে সিইসির বক্তব্যের সঙ্গে একমত বিএনপি : শামসুজ্জামান দুদু

নির্বাচন নিয়ে সিইসির বক্তব্যের সঙ্গে একমত বিএনপি : শামসুজ্জামান দুদু

শেরপুর নিউজ ডেস্ক:

নির্বাচন আয়োজন নিয়ে প্রধান উপদেষ্টা যে বক্তব্য দিয়েছেন সেটির সঙ্গে বিএনপি এবং বাংলাদেশের সব রাজনৈতিক দল একমত। তবে যদি সেটা না হয় তাহলে যে সংকট তৈরি হচ্ছে সেটা মোকাবেল করা কঠিন হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।

সোমবার (২৭ জানুয়ারি) বিকেলে রংপুর মহানগরীর শিমুলবাগ কমিউনিটি সেন্টারে মহানগর বিএনপির কর্মী সম্মেলনে এই মন্তব্য করেন তিনি। মহানগর আহ্বায়ক সামসুজ্জামান সামুর সভাপতিত্বে এ সময় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু, সহসাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক ও আমিনুল হক, মহানগর সদস্যসচিব মাহফুজুন নবী ডনসহ বিভাগীয় ও স্থানীয় নেতারা বক্তব্য দেন।

শামসুজ্জামান দুদু বলেন, ‘আমাদের নেতা তারেক রহমান মনে করেন, সংস্কার এবং নির্বাচনের যে প্রক্রিয়া সেটা সমানতালে এগোবে। একটির থেকে আরেকটি গুরুত্বহীন নয়, দুটিই গুরুপূর্ণ। আমাদের মহসাচিব বলেছেন, সম্ভব হলে এই বছরের মাঝামাঝি অথবা শেষের দিকে যেকোনো প্রক্রিয়াতেই হোক চেষ্টা করতে হবে। সিইসি বলেছেন, যাতে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন করা সম্ভব হয়, সেটা তিনি চেষ্টা করবেন।

আমরা মনে করি সিইসির এই কথা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিএনপি মনে করে তার যে প্রক্রিয়া তার সাথে বিএনপি ও বাংলাদেশের সব রাজনৈতিক দল আছে। এই প্রক্রিয়ার মধ্যে প্রধান উপদেষ্টা ড. ইউনূস এবং সরকারও আছে। তিনিও (ড. ইউনূস) বলেছেন নির্বাচন এই বছরের শেষে অথবা আগামী বছরের শুরুতে হবে।

এটা যদি না হয়, তাহলে যে সংকট তৈরি হয়েছে। সেই সংকট থেকে দেশকে রক্ষা করা কঠিন হবে।’

দুদু বলেন, ‘দেশের সব থেকে গ্রহণযোগ্য নেত্রী বেগম খালেদা জিয়া, ১৬ বছরের আন্দোলনের নেতা তারেক রহমান একটি নতুন পরিবর্তনের জন্য গণ-অভ্যুত্থান হয়েছে। সেই পরিপ্রেক্ষিতে বাংলাদেশকে গণতন্ত্রমুখী করতে হবে। বাংলাদেশকে স্বাধীনতামুখী করতে হবে।

বাংলাদেশ গোষ্ঠীতন্ত্রের বাইরে নিয়ে জনগণের বাংলাদেশ করতে হবে। এই লক্ষ্যে আমরা সাংগঠনিক সভা করছি। এই সভার মধ্য দিয়ে জাতীয় নির্বাচনে বিএনপির বিজয় ছিনিয়ে আনার জন্য কর্মকৌশল প্রণয়ন করতে হবে।

Check Also

এনসিপির ছয় সদস্য বিশিষ্ট ‘গঠনতন্ত্র প্রণয়ন কমিটি’ গঠন

শেরপুর নিউজ ডেস্ক: জাতীয় নাগরিক পার্টি-এনসিপির ছয় সদস্য বিশিষ্ট গঠনতন্ত্র প্রণয়ন কমিটি গঠন করা হয়েছে। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Contact Us