শেরপুর নিউজ ডেস্ক:
বগুড়ার গাবতলী থানা পুলিশ ও র্যাবের যৌথ অভিযানে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতা নারী শিশু মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী আমিনুল ইসলাম (রানু) কে গ্রেফতার করা হয়েছে। রবিবার (২৬ জানুয়ারি) রাতে ঢাকা গাজীপুর থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার আমিনুল গাবতলী উপজেলার নশিপুর ইউনিয়নের নিজগ্রাম উত্তর পাড়া গ্রামের আব্দুল করিম ওরফে করম আলী মাষ্টারের ছেলে। সোমবার (২৭ জানুয়ারি) তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
জানা যায়, আমিনুল ইসলাম এর বিরুদ্ধে ২০০৫ সালে দায়ের করা নারী শিশু নির্যাতন আদালতে মামলা ছিল। আদালত তার বিরুদ্ধে ২০১৫ সালের ১ ডিসেম্বর যাবজ্জীবন রায় প্রদান করেন। এরপর ২০১০ সাল থেকে সে পলাতক অবস্থায় ঢাকা গাজীপুর এলাকায় বসবাস করছিল। রবিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়।
গাবতলী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আশিক ইকবাল জানান, আমিনুল ইসলাম রানুকে গ্রেফতার করা হয়েছে। সে নিষিদ্ধ ছাত্রলীগের গাবতলী উপজেলা শাখার নেতা ছিল। সোমবার তাকে আদলতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।