শেরপুর নিউজ ডেস্ক:
বগুড়ার শেরপুর থানা-পুলিশ আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের প্রধান মোঃ দুলাল মিয়াকে (৪৪) গ্রেফতার করেছে। এসময় তার বাড়ি থেকে চুরি যাওয়া লাল-কালো রঙের একটি রেজিস্ট্রেশনবিহীন পালসার (১৫০ সিসি) মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত মোটরসাইকেলটি গত ১০ জানুয়ারি বিকেল সাড়ে ৪ টার দিকে শেরপুর উপজেলার বিশালপুর ইউনিয়নের পানিসারা গ্রামে দাওয়াতে অংশ নিতে গিয়ে চুরি হয়। মোটরসাইকেলের মালিক মাহবুবর রহমান মোটরসাইকেলটি নিয়ে পানিসারা গ্রামে জনৈক আঃ মজিদের বাড়ির সামনে রেখে ভেতরে যান। দাওয়াত খাওয়া শেষে ফিরে এসে দেখেন মোটরসাইকেলটি আর নেই। অনেক খোঁজাখুঁজির পরও সন্ধান না পেয়ে শেরপুর থানায় অভিযোগ দায়ের করেন।
অভিযোগের প্রেক্ষিতে তদন্ত কর্মকর্তা শেরপুর থানার এসআই মোঃ আনোয়ার হোসেন তথ্যপ্রযুক্তি ব্যবহার করে মঙ্গলবার (২৮ জানুয়ারি) গভীর রাতে রংপুরের পীরগঞ্জ উপজেলার মুকুমপুর গ্রামে অভিযান পরিচালনা করে দুলাল মিয়াকে তার বাড়ি থেকে গ্রেফতার করেন। এসময় তার বাড়ি থেকে চুরি যাওয়া মোটরসাইকেলটি উদ্ধার করা হয়।
শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম বলেন, “আমাদের টিম তথ্যপ্রযুক্তি ব্যবহার করে আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের হোতাকে গ্রেফতার করেছে। মামলাটি বর্তমানে তদন্তাধীন রয়েছে এবং বাকি আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।
