Home / আইন কানুন / সায়মা ওয়াজেদের সূচনা ফাউন্ডেশনের অস্তিত্ব খুঁজে পায়নি দুদক

সায়মা ওয়াজেদের সূচনা ফাউন্ডেশনের অস্তিত্ব খুঁজে পায়নি দুদক

শেরপুর নিউজ ডেস্ক: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলের প্রতিষ্ঠিত সূচনা ফাউন্ডেশনের ঠিকানায় অভিযান চালাতে গিয়ে প্রতিষ্ঠানটির অস্তিত্বই খুঁজে পায়নি দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার (২৯ জানুয়ারি) দুপুরের দিকে সায়মা ওয়াজেদের সূচনা ফাউন্ডেশন অভিযান চালানোর কথা জানানো হয়েছিল দুদকের পক্ষ থেকে। কিন্তু, পরে দুদকের উপপরিচালক আকতারুল ইসলাম জানান, ঠিকানা অনুযায়ী রাজধানীর ধানমন্ডিতে অভিযান চালাতে গিয়ে সূচনা ফাউন্ডেশনের কোনো অস্তিত্ব খুঁজে পাননি তারা।

সায়মা ওয়াজেদ বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক। গত রোববার দুদকের পক্ষ থেকে বলা হয়, সায়মাকে ডব্লিউএইচওর দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক পদে মনোনয়নের সময় কানাডার নাগরিক ছিলেন তিনি। প্রার্থীর যোগ্যতার ক্ষেত্রে তার দেওয়া তথ্যাদি যথাযথ ছিল না। তার বিরুদ্ধে দুর্নীতির বিশ্বাসযোগ্য অভিযোগ রয়েছে।

সংস্থাটির পক্ষ থেকে আরও বলা হয়, সূচনা ফাউন্ডেশন নামের প্রতিষ্ঠান খুলে বিভিন্ন সামাজিক ও ব্যবসায়িক প্রতিষ্ঠান থেকে উপঢৌকন ও অর্থ আত্মসাৎ করেছেন শেখ হাসিনা কন্যা।

গত ২৪ নভেম্বর সূচনা ফাউন্ডেশনের ব্যাংক হিসাব স্থগিতের (জব্দ) নির্দেশ দিয়েছিল কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক গোয়েন্দা বিভাগ বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।

দুদক বলছে, জাতীয় রাজস্ব বোর্ডের ওপর অবৈধ প্রভাব বিস্তার করে সূচনা ফাউন্ডেশন নামে প্রাপ্য অর্থ করমুক্ত করিয়ে নিয়েছিলেন সায়মা।

 

Check Also

এসএসসি ঘিরে গুজব-প্রশ্নফাঁস ঠেকাতে ৩৫ দিন সব কোচিং বন্ধ

শেরপুর নিউজ ডেস্ক: এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হচ্ছে বৃহস্পতিবার (১০ এপ্রিল)। এদিন সকাল ১০টা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Contact Us