Home / বিনোদন / আরণ্যক নাট্যদলের ৫৩ বছর পূর্তিতে মাসব্যাপি উৎসব

আরণ্যক নাট্যদলের ৫৩ বছর পূর্তিতে মাসব্যাপি উৎসব

শেরপুর নিউজ ডেস্ক:

দেশের জনপ্রিয় নাট্যদল আরণ্যক ১ ফেব্রুয়ারি প্রতিষ্ঠার ৫৩ বছর পূর্ণ করতে যাচ্ছে। ৫৩ বছর উদযাপন উপলক্ষে আরণ্যক নাট্যদল ফেব্রুয়ারি মাসব্যাপি বিভিন্ন আয়োজনের পরিকল্পনা করেছে।

এই আয়োজনের মধ্যে থাকছে উৎসব উদ্বোধন, নাটক মঞ্চায়ন, পথনাটক প্রদর্শনী, ভিডিও ডকুমেন্টারি প্রদর্শনী, সেমিনার, যন্ত্রসঙ্গীত ও সমাপনী অনুষ্ঠান।

১৯৭২ সালের ১ ফেব্রুয়ারি স্বাধীন বাংলাদেশে নাট্যচর্চায় যাত্রা শুরু করে আরণ্যক নাট্যদল। ওই বছরের ২০ ফেব্রুয়ারি শহীদ মুনীর চৌধুরীর ‘কবর’ নাটকটি দিয়ে প্রথম মঞ্চে আসে তারা। সেই নাটকটির প্রথম মঞ্চায়নে অভিনয় করেছিলেন মামুনুর রশীদ, সুভাষ দত্ত, আলী যাকের, ইনামুল হক। নির্দেশনা দিয়েছিলেন মামুনুর রশীদ।

‘নাটক শুধু বিনোদন নয়, শ্রেণিসংগ্রামের সুতীক্ষ্ন হাতিয়ার’ স্লোগান নিয়ে আশির দশকে সারা দেশে মুক্ত নাটক আন্দোলন গড়ে তোলে আরণ্যক।

বিগত ৫৩ বছর নাটকের দলটি দেশের রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক আন্দোলনে রেখেছে সক্রিয় ভূমিকা। শোষণের বিরুদ্ধে জনগণকে সচেতন করা ও প্রতিরোধ গড়ে তুলতে উদ্বুদ্ধ করা দলটির অন্যতম লক্ষ্য। সে থেকে মঞ্চ নাটক, পথ নাটক ও মুক্ত নাটক করে বাংলাদেশের নাট্যচর্চাকে মানুষের কাছে পৌঁছে দেয় এ নাট্যদলটি।

Check Also

ঈদ রাঙাতে এলো ‘ঈদ আনন্দ’

শেরপুর নিউজ ডেস্ক: ঈদুল ফিতর উপলক্ষে আসছে তারেক আনন্দের কথায় ঈদের গান ‘ঈদ আনন্দ’। শাহরিয়ার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fifteen + eight =

Contact Us