সর্বশেষ সংবাদ
Home / বিনোদন / গ্র্যামির সর্বোচ্চ পুরস্কার বিয়ন্সের হাতে

গ্র্যামির সর্বোচ্চ পুরস্কার বিয়ন্সের হাতে

শেরপুর নিউজ ডেস্ক: ক্যারিয়ারে প্রথমবার গ্র্যামি অ্যাওয়ার্ডসের সর্বোচ্চ সম্মান বর্ষসেরা অ্যালবাম পুরস্কার জিতলেন বিশ্বনন্দিত সংগীত তারকা বিয়ন্সে। ‘কাউবয় কার্টার’ অ্যালবামের মাধ্যমে এই স্বীকৃতি উঠেছে তার হাতে। বর্ষসেরা অ্যালবাম পুরস্কার তুলে দিয়েছেন আরেক পপতারকা টেলর সুইফট। তার ‘দ্য টর্চার্ড পোয়েটস ডিপার্টমেন্ট’কে হটিয়ে বর্ষসেরা অ্যালবামের ট্রফি বাগিয়ে নিয়েছেন বিয়ন্সে। একই বিভাগে আরও মনোনয়ন পেয়েছিলো ‘হিট মি হার্ড অ্যান্ড সফট’ (বিলি আইলিশ), ‘ব্র্যাট’ (চার্লি এক্সসিএক্স), ‘শর্ট এন’ সুইট’ (সাবরিনা কার্পেন্টার), ‘দ্য রাইজ অ্যান্ড ফল অব অ্যা মিডওয়েস্ট প্রিন্সেস’ (চ্যাপেল রোন), ‘নিউ ব্লু সান’ (আন্ড্রে থ্রি থাউজেন্ড) ও ‘জেসি ভলিউম ফোর’ (জ্যাকব কলিয়ার)। বিয়ন্সে বলেন, নিজেকে খুব পরিপূর্ণ লাগছে। সম্মানিত বোধ করছি। অনেক, অনেক বছর হয়ে গেলো।

এর আগে চারবার বর্ষসেরা অ্যালবাম বিভাগে মনোনয়ন পেলেও পুরস্কার জেতা হয়নি বিয়ন্সের। পঞ্চমবারে এসে সেই অতৃপ্তি ঘুচলো তার। এবারের আসরে মোট তিনটি ট্রফি জিতেছেন তিনি। ফলে তার ঘরে এখন গ্র্যামির সংখ্যা দাঁড়ালো ৩৫। গ্র্যামির ইতিহাসে সবচেয়ে বেশি পুরস্কার জয়ের রেকর্ডধারী তিনি। ৬৭তম গ্র্যামি অ্যাওয়ার্ডসে সর্বোচ্চ ১১টি মনোনয়ন পেয়েছেন বিয়ন্সে। একই আসরে এর আগে এত মনোনয়ন আর কোনও গায়িকা পাননি। গ্র্যামিতে তার পাওয়া মনোনয়নের সংখ্যা ৯৯টি।

এদিক দিয়েও তিনিই সবার ওপরে। কেন্ড্রিক ল্যামারের ‘নট লাইক আস’ জিতেছে বর্ষসেরা রেকর্ডিং ও বর্ষসেরা গানের পুরস্কার। সেরা নতুন সংগীতশিল্পীর পুরস্কার জিতেছেন চ্যাপেল রোন। ২ ফেব্রুয়ারি (বাংলাদেশ সময় ৩ ফেব্রুয়ারি সকাল ৮টা) যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ক্রিপ্টো ডটকম অ্যারেনায় ছিল গ্র্যামির জমকালো আয়োজন। এই ভেন্যুতে ২২তম বারের মতো গ্র্যামির আনুষ্ঠানিকতা সম্পন্ন হলো।

Check Also

ইতিহাস গড়তে যাচ্ছেন প্রিয়াঙ্কা চোপড়া

শেরপুর নিউজ ডেস্ক: নির্মাতা এস এস রাজামৌলি। যাকে বলা হয় ভারতের ব্লকবাস্টার নির্মাতা। এবার এই …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × four =

Contact Us