সর্বশেষ সংবাদ
Home / দেশের খবর / যারা আ.লীগের লিফলেট বিতরণ করবে তাদের গ্রেফতার করা হবে

যারা আ.লীগের লিফলেট বিতরণ করবে তাদের গ্রেফতার করা হবে

শেরপুর নিউজ ডেস্ক: যারা আওয়ামী লীগের লিফলেট বিতরণ করবে তাদের গ্রেফতার করা বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

সোমবার (৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন উপ প্রেসসচিব আবুল কালাম আজাদ মজুমদার, সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মেদ।

প্রেস সচিব বলেন, আমাদের কড়া বার্তা, যারা পতিত সরকারের পক্ষে কর্মসূচি পালন করবে তাদের কোনো ছাড় দেওয়া হবে না। আওয়ামী লীগের লিফলেটে যেসব লেখা রয়েছে সেগুলো খুবই আপত্তিকর। তাই যারা এসব লিফলেট বিতরণ করবে তাদের গ্রেফতার করা হবে।

৫ আগস্টের পর সংখ্যালঘু নির্যাতন নিয়ে হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ মিথ্যা তথ্য ও প্রোপাগান্ডা চালাচ্ছে বলেও জানান তিনি।

প্রেস সচিব বলেন, পরিষদ জানিয়েছে ৫ আগস্ট পর বিভিন্ন ঘটনায় ২৩ জন‌ মারা গেছেন, যা মিথ্যা তথ্য। এছাড়াও ১৭৪টি ঘটনার তথ্য জানানো হয়েছে, সেটিও সঠিক নয়। পুলিশ তদন্ত করে ওইসব ঘটনার তথ্য পায়নি।

Check Also

৩৬ ফুট উচ্চতার বীণার মন্দির দেখতে ভিড়

শেরপুর নিউজ ডেস্ক: ব্রাহ্মণবাড়িয়ায় ৩৬ ফুট উচ্চতার বীণার আদলে মন্দির দেখতে ভিড় জমিয়েছে দর্শনার্থীরা। সরস্বতী …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 + fifteen =

Contact Us