সর্বশেষ সংবাদ
Home / বগুড়ার খবর / শেরপুরে দোকানের তালা ভেঙ্গে মালামাল লুট

শেরপুরে দোকানের তালা ভেঙ্গে মালামাল লুট

 

 

শেরপুর নিউজ ডেস্ক: বগুড়ার শেরপুরে গত রোববার দিবাগত রাতের আধারে গুদামের তালা কেটে ধান, চাল, ও সার লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। ঘটনাটি ঘটেছে উপজেলার ভবানীপুর ইউনিয়নের ছোনকা বাজারে।

এলাকাবাসি সূত্রে জানা যায়, ছোনকা বাজারের জুয়েল ট্রেডার্স থেকে গভীর রাতে মালামাল লুট করেছে দুর্বৃত্তরা। ব্যবসায়ী আলহাজ্ব আলাউদ্দিন বলেন, প্রতি দিনের মত গত রোববার রাত সাড়ে ৮টার দিকে দোকান বন্ধ করে বাড়িতে চলে যাই।

সোমবার (৩ ফেব্রুয়ারি) সকালে দোকান খুলতে গিয়ে দেখি কে বা কারা দোকান ও গোডাউনের তালা ভেঙ্গে ভিতরে থাকা ৫০ কেজি ওজনের ৮০ বস্তা চাল, ১শ’ কেজির ৯ বস্তা ধান ও দোকান থেকে ৮ বস্তা ইউরিয়া সার নিয়ে গেছে।

এছাড়াও দোকানের ভিতরে থাকা সিসি ক্যামেরার সকল সরঞ্জাম নিয়ে যায় এবং আসবাবপত্র ভাংচুর করে। এ বিষয়ে শেরপুর থানা অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম বলেন, চুরির ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Check Also

বগুড়ায় বৈষম্যবিরোধী ছাত্রদের ৩৩৫ সদস্যের কমিটি ঘোষণা

শেরপুর নিউজ ডেস্ক: বগুড়া জেলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৩৩৫ সদস্যবিশিষ্ট আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

sixteen + nine =

Contact Us