সর্বশেষ সংবাদ
Home / বিদেশের খবর / গাজার পর এবার পশ্চিমতীরে ইসরায়েলি নৃশংসতায় নিহত ৫০

গাজার পর এবার পশ্চিমতীরে ইসরায়েলি নৃশংসতায় নিহত ৫০

শেরপুর নিউজ ডেস্ক:

দীর্ঘ ১৫ মাস যুদ্ধের পর ফিলিস্তিনের গাজায় এখন চলছে যুদ্ধবিরতি। এরমধ্যেই এবার ইসরায়েলের বর্বর বাহিনী ফিলিস্তিনের পশ্চিমতীরে নৃশংসতা শুরু করেছে।

অধিকৃত পশ্চিমতীরে জানুয়ারির মাঝামাঝি সময় থেকে শুরু করা ইসরায়েলের নতুন অভিযানে ৫০ ফিলিস্তিনি যোদ্ধা নিহত হয়েছেন। ইসরায়েলি সামরিক বাহিনী এ তথ্য জানিয়েছে। খবর: আলজাজিরার।

 

প্রতিবেদনে বলা হয়েছে, অধিকৃত পশ্চিম তীরের জেনিন শরণার্থী শিবিরে দফায় দফায় বিমান হামলা চালায় ইসরাইলি বাহিনীর। হামলায় বেশ কয়েকটি বাড়ি ধ্বংস হয়ে গেছে।

বিস্ফোরণ এতটাই শক্তিশালী ছিল যে, এর শব্দ শোনা গেছে আশপাশের শহরগুলো থেকেও। জেনিন শরণার্থী শিবিরের কাছে আদ-দামজ এলাকার একটি আবাসিক ব্লক উড়ে গেছে বলে জানায় আলজাজিরা।

এক বিবৃতিতে ইসরায়েলের সেনাবাহিনীর এক মুখপাত্র জানিয়েছে, জেনিনে ২৩টি ভবন ধ্বংস করা হয়েছে। এ ভবনগুলো সন্ত্রাসী অবকাঠামো হিসেবে ব্যবহার হচ্ছিল। তবে এর কোনো প্রমাণ দেয়নি ইসরায়েলি বাহিনী।

ইসরায়েলি সেনাবাহিনী আরো জানিয়েছে, পশ্চিম তীরে জানুয়ারির মাঝামাঝি সময় থেকে ইসরায়েলের হামলায় ৫০ ফিলিস্তিনি ‘যোদ্ধা’ নিহত হয়েছেন।

ফিলিস্তিনি পররাষ্ট্র মন্ত্রণালয় জেনিনে সেনাবাহিনীর ভবন ধ্বংসের নিন্দা জানিয়েছে এবং এটিকে ‘নৃশংস দৃশ্য’ হিসেবে বর্ণনা করেছে।

দেশটির প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস জেনিন এবং তুলকারমে আবাসিক ভবন ধ্বংস বন্ধ করার জন্য জাতিসংঘের নিরাপত্তা পরিষদের জরুরি অধিবেশন আহ্বানের অনুরোধ করেছেন।

Check Also

মক্কা-মদিনায় এখন থেকে বিনিয়োগ করতে পারবেন বিদেশিরা

শেরপুর নিউজ ডেস্ক:   সৌদি আরবের ক্যাপিটাল মার্কেট কর্তৃপক্ষ (সিএমএ) সম্প্রতি এক যুগান্তকারী সিদ্ধান্ত ঘোষণা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

9 − five =

Contact Us