শেরপুর নিউজ ডেস্ক: বগুড়ার ধুনটে মাসব্যাপী গ্রামীণ আনন্দ মেলার অনুমতি বাতিল করা হয়েছে। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) জেলা ম্যাজিস্ট্রেটের কার্যালয় থেকে সহকারী কমিশনার ফয়সাল মাহমুদ স্বাক্ষরিত চিঠিতে এই আদেশ দেওয়া হয়।
এই মেলাকে কেন্দ্র করে বিএনপির দুপক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া এবং থানায় অভিযোগ নিয়ে উত্তেজনার সৃষ্টি হলে প্রশাসন এ ব্যবস্থা গ্রহণ করে। মঙ্গলবার সকালে মেলা আয়োজক কমিটির হাতে চিঠি আসে। তারপর থেকে আয়োজক কমিটি গ্রামীণ আনন্দ মেলার যাবতীয় কার্যক্রম বন্ধ করে দেয়।
ইউএনও অফিস সূত্র জানায়, ভান্ডারবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বেলাল হোসেন বাবুর নামে রামকৃষ্ণপুর গ্রামে আনন্দ মেলার অনুমতি নেওয়া হয়। ৩১ জানুয়ারি থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত জেলা প্রশাসনের কার্যালয় থেকে এই মেলার অনুমতি নেয় আয়োজক কমিটি। মেলা আয়োজনের কার্যক্রম চলাকালে ১ ফেব্রুয়ারি ভান্ডারবাড়ি ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ভুতবাড়ী গ্রামের জাহাঙ্গীর আলম ও তার লোকজন মেলায় অশ্লীল নাচগান পরিবেশনে নিষেধ করে। এ ঘটনা নিয়ে উভয় পক্ষের সংঘর্ষে দুইজন আহত হন।
এ ঘটনায় ইউপি চেয়ারম্যানসহ বিএনপির ২৭ নেতাকর্মীর বিরুদ্ধে চাঁদাবাজি ও ছিনতাইয়ের পাল্টাপাল্টি অভিযোগ করা হয়। এ ছাড়া এই মেলা বন্ধের দাবিতে ২ ফেব্রুয়ারি এলাকাবাসীর পক্ষে গোলাম মোস্তফা মুকুল জেলা পুলিশ সুপারের কাছে লিখিত আবেদন করে। ফলে এলাকার আইন-শৃঙ্খলা অবনতির শঙ্কায় জেলা প্রশাসনের পক্ষ থেকে মেলার অনুমতি বাতিল করা হয়।
মেলা আয়োজক কমিটির সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান বেলাল হোসেন বাবু বলেন, প্রশাসন অনুমতি বাতিল করায় মেলার যাবতীয় কার্যক্রম বন্ধ রাখা হয়েছে। তবে এলাকাবাসীকে সঙ্গে নিয়ে পুনরায় প্রশাসনের কাছে মেলার অনুমতি চাওয়া হবে।
ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খৃষ্টফার হিমেল রিছিল বলেন, জেলা প্রশাসকের কার্যালয় থেকে মেলার অনুমতি বাতিলের চিঠিটি মেলা আয়োজক কমিটির কাছে পৌঁছানো হয়েছে। বর্তমানে মেলার কার্যক্রম বন্ধ রয়েছে।