সর্বশেষ সংবাদ
Home / খেলাধুলা / সাফজয়ী নারী ফুটবলার সুমাইয়াকে ধর্ষণ ও খুনের হুমকি

সাফজয়ী নারী ফুটবলার সুমাইয়াকে ধর্ষণ ও খুনের হুমকি

শেরপুর নিউজ ডেস্ক: জাতীয় নারী ফুটবল দলের কোচ পিটার বাটলারের সঙ্গে সিনিয়র নারী ফুটবলারদের বৈরিতায় অচলাবস্থা তৈরি হয়েছে। সংকট নিরসনে এক বিশেষ কমিটি গঠন করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। খেলোয়াড় এবং কোচের সঙ্গে পৃথকভাবে আলোচনা করে সমস্যা সমাধানে কাজ করছে সে কমিটি। আগামী ৬ ফেব্রুয়ারি তাদের প্রতিবেদন জমা দেওয়ার কথা।

এর মধ্যেই মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) এক ফেসবুক পোস্টে গুরুতর অভিযোগ করেছেন বাটলারের অধীনে খেলতে না চাওয়া ফুটবলারদের একজন মাতসুশিমা সুমাইয়া। পোস্টে তিনি লিখেছেন, তাকে খুন এবং ধর্ষণের হুমকি দেওয়া হচ্ছে। তবে কে বা কারা এসব হুমকি দিয়েছে, তাদের নাম-পরিচয় খোলাসা করেননি তিনি।

নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া পোস্টে সুমাইয়া লিখেছেন, ‘আসসালামু আলাইকুম। আমার নাম মাতসুশিমা সুমাইয়া। আমি বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের একজন খেলোয়াড়। আন্তঃস্কুল পর্যায় থেকে শুরু করে মালদ্বীপে লিগ খেলা এবং ২০২৪ সালে বাংলাদেশের হয়ে সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপ জয়ের যাত্রাপথে মিশ্র অভিজ্ঞতা হয়েছে। আমার এই পথ বেছে নেওয়ার কারণ হলো- যেসব বাবা-মা তাদের সন্তানদের শুধু পড়াশোনায় ডুবিয়ে রাখেন, তাদেরকে ফুটবলে উৎসাহ দেওয়া।’

তিনি আরও লিখেছেন, ‘আমি দেখাতে চেয়েছিলাম যে আবেগ এবং নিষ্ঠা সমস্ত বাধা ভেঙে দিতে পারে। কিন্তু আজ, আমি এখানে অনুশোচনা নিয়ে বসে আছি যে – আমি আমার শিক্ষা, আমার পরিবার, আমার ঈদ, সবকিছু ত্যাগ করেছি এমন একটি দেশের সেবা করার জন্য, যারা আমাদের সংগ্রামের প্রশংসা করতে জানে না। ফুটবল খেলার জন্য আমি আমার বাবা-মায়ের সঙ্গে লড়াই করেছি এই বিশ্বাসে যে, আমার দেশ আমার পাশে থাকবে। কিন্তু বাস্তবতা ভিন্ন।’

কেউই একজন ক্রীড়াবিদের মানসিক স্বাস্থ্যের কথা সত্যিই চিন্তা করে না। আমার এবং আমার সতীর্থরা যে পরিস্থিতির মধ্য দিয়ে গেছি, সেটা নিয়ে ইংরেজিতে একটি চিঠি লেখার ন্যূনতম যোগ্যতা আমার আছে। গত কয়েকদিন ধরে আমি খুন এবং ধর্ষণের অসংখ্য হুমকি পেয়েছি! এমন সব কথা শুনতে হচ্ছে যা কখনো কল্পনাও করিনি! এসব আমাকে ভেঙে দিয়েছে! আমি জানি না এই আঘাত থেকে সেরে উঠতে আমার কতক্ষণ লাগবে। তবে আমি মনে করি, কাউকে যেন তাদের স্বপ্ন পূরণের জন্য এই পরিস্থিতির মধ্য দিয়ে যেতে না হয়’-যোগ করেন ২৩ বছর বয়সি এই ফুটবলার।

প্রসঙ্গত, ২০০১ সালে জাপানে জন্ম নেওয়া সুমাইয়ার বাবা বাংলাদেশি এবং মা জাপানিজ। দুই বছর বয়সেই জাপান থেকে পরিবারের সঙ্গে বাংলাদেশে আসেন তিনি। শৈশব থেকেই ফুটবলকে ধ্যান-জ্ঞান করা সুমাইয়া ২০২৩ সাল থেকে জাতীয় দলের নিয়মিত মুখ।

Check Also

বিপিএল মাতাতে আসছেন রাসেল-নারাইন-ওয়ার্নারসহ ৫ তারকা

শেরপুর নিউজ ডেস্ক: সবশেষ ২০১৭ সালে বিপিএল চ্যাম্পিয়ন হয়েছে রংপুর রাইডার্স। এবার দীর্ঘ সময়ের শিরোপা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 + two =

Contact Us