সর্বশেষ সংবাদ
Home / উন্নয়ন / রাজধানীতে নামছে গোলাপি বাস

রাজধানীতে নামছে গোলাপি বাস

শেরপুর নিউজ ডেস্ক: রাজধানী ঢাকার সড়কে শৃঙ্খলা ফেরাতে আগামীকাল বৃহস্পতিবার থেকে বিভিন্ন রুটে ২১টি কম্পানির দুই হাজার ৬১০টি গোলাপি রঙের বাস চলাচল শুরু করবে। টিকিট ছাড়া এসব বাসে ওঠার সুযোগ যেমন থাকছে না, তেমনি যত্রতত্র যাত্রী নামানোর সুযোগও থাকছে না।

গতকাল মঙ্গলবার রাজধানীর কাজী নজরুল ইসলাম এভিনিউয়ে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সংগঠনটির সাধারণ সম্পাদক মো. সাইফুল আলম। তিনি বলেন,‌ ‘আগামী বৃহস্পতিবার টিকিট কাউন্টারভিত্তিক বাস পরিচালনা কার্যক্রমের উদ্বোধন করা হবে।

এই রুটে প্রায় দুই হাজার ৬১০টি বাস চলবে। সব বাস একই রঙের (গোলাপি) হবে। এসব বাসে টিকিট ছাড়া কেউ উঠতে পারবে না। যত্রতত্র বাসে ওঠানামাও করা যাবে না।

সাইফুল আলম বলেন, ‘নিয়ম-নীতির তোয়াক্কা না করে ১৬ বছর ধরে ঢাকা শহরে বাস-মিনিবাস চুক্তিতে যাত্রী পরিবহন করছে। এতে গাড়ি চলাচলে অসম প্রতিযোগিতার সৃষ্টি হয়। যত্রতত্র যাত্রী ওঠানামা করার কারণে সড়কে যানজট, বিশৃঙ্খলা সৃষ্টি ও দুর্ঘটনা ঘটছে।’

পরিবহন মালিক সমিতির এই নেতা বলেন, ‘গত ১৯ ডিসেম্বর সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টার সভাপতিত্বে সড়ক পরিবহন খাতে শৃঙ্খলা জোরদারকরণ, ঢাকা মহানগরে যানজট নিরসন এবং বায়ুদূষণ নিয়ন্ত্রণসংক্রান্ত এক সভা হয়।

সভার সিদ্ধান্ত অনুযায়ী গাড়িচালকদের সঙ্গে ট্রিপভিত্তিক চুক্তি না করে পাক্ষিক বা মাসিক ভিত্তিতে চুক্তি সম্পাদন করতে বলা হয়েছে গাড়ির মালিকদের। তাই আগামী বৃহস্পতিবার প্রাথমিকভাবে গাজীপুর থেকে ঢাকার বিভিন্ন গন্তব্যে টিকিট কাউন্টারের ভিত্তিতে চালকরা গাড়ি চালাবেন। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় আব্দুল্লাহপুর থেকে কাউন্টার সার্ভিসের উদ্বোধন করা হবে।’
চলতি মাসের মধ্যে মিরপুর, গাবতলী, মোহাম্মদপুরে চলাচল করা বাসগুলো টিকিট কাউন্টারের মাধ্যমে পরিচালনা করা হবে জানিয়ে সাইফুল আলম বলেন, এখন থেকে বাস কাউন্টার পদ্ধতিতে চালাতে হবে এবং যাত্রীদের নির্দিষ্ট কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করে গাড়িতে যাতায়াত করতে হবে। নির্দিষ্ট স্টপেজ ছাড়া গাড়ি থামানো যাবে না এবং যাত্রী ওঠানো যাবে না।

Check Also

পরীক্ষামূলক ট্রেন চলল বঙ্গবন্ধু রেলওয়ে সেতুতে

শেরপুর নিউজ ডেস্ক: যমুনা নদীর ওপরে বাংলাদেশ রেলওয়ের মেগা প্রকল্প বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতুর …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nineteen + thirteen =

Contact Us