সর্বশেষ সংবাদ
Home / দেশের খবর / হাসিনার বক্তব্য প্রকাশে ভারতকে নিয়ে যা বললেন হাসনাত

হাসিনার বক্তব্য প্রকাশে ভারতকে নিয়ে যা বললেন হাসনাত

শেরপুর নিউজ ডেস্ক: ভারতে অবস্থানকালে শেখ হাসিনার বক্তব্য প্রচার নিয়ে মুখ খুলেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ।

বুধবার (৫ ফেব্রুয়ারি) রাত ২ টার পরে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে নিজের প্রতিক্রিয়া জানান হাসনাত৷

ফেসবুকে হাসনাত লেখেন, হাসিনাকে বক্তব্য প্রকাশের সুযোগ দেওয়াকে বাংলাদেশের ফ্যাসিবাদ বিরোধী জনগণের বিরুদ্ধে ভারতের যুদ্ধ হিসেবে দেখি।

এদিকে বিবিসি বাংলা তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, ছাত্র-জনতার অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাচ্যুত হওয়ার ছয় মাস পরে আওয়ামী লীগের একটি লাইভ অনুষ্ঠানে যোগ দেবেন শেখ হাসিনা। আওয়ামী লীগের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে এ সংক্রান্ত এক পোস্ট দিয়ে বলা হয়েছে, ৬ ফেব্রুয়ারি রাত ৯টায় ‘দায়মুক্তি’ শিরোনামে এক লাইভ অনুষ্ঠানে যুক্ত হয়ে নেতাকর্মীদের দুঃখ-দুর্দশার কথা শুনবেন শেখ হাসিনা।

বিবিসি বাংলা আরও জানায়, বুধবার (৫ ফেব্রুয়ারি) রাত ৯টায় বাংলাদেশের ছাত্রসমাজের উদ্দেশে বক্তব্য রাখবেন শেখ হাসিনা- মঙ্গলবার রাতে ফেসবুকে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ভেরিফায়েড পেজ থেকে এক পোস্ট দিয়ে এই তথ্য জানানো হয়।

Check Also

টঙ্গীতে শেষবারের মতো ইজতেমার অনুমতি পেল সাদপন্থিরা

শেরপুর নিউজ ডেস্ক: শর্তসাপেক্ষে শেষবারের মতো গাজীপুরের টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমার অনুমতি পেয়েছেন মাওলানা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eighteen − ten =

Contact Us