Home / দেশের খবর / বিএসইসির সাবেক চেয়ারম্যান শিবলী রুবাইয়াত গ্রেপ্তার

বিএসইসির সাবেক চেয়ারম্যান শিবলী রুবাইয়াত গ্রেপ্তার

শেরপুর নিউজ ডেস্ক:

পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সাবেক চেয়ারম্যান শিবলী রুবাইয়াত-উল-ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে ঢাকার ধানমন্ডি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ঢাকা মহানগর পুলিশের (ডিবি) অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক বিষয়টি নিশ্চিত করেছেন।

ডিবি কর্মকর্তা রেজাউল করিম মল্লিক বলেন, শিবলী রুবাইয়াত-উল-ইসলামের বিরুদ্ধে অভিযোগের শেষ নেই। তিনি দেশের আর্থিক খাত ধ্বংসকারীদের একজন। বিদেশে অর্থপাচারসহ নানা দুর্নীতিতে তিনি জড়িত। দুর্নীতি দমন কমিশনে (দুদক) তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

২০২০ সালের ১৭ মে শিবলী রুবাইয়াত বিএসইসির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। চার বছর দায়িত্ব পালন শেষে পুনর্নিয়োগ পেয়ে ২০২৪ সালের ১৬ মে পুনরায় দায়িত্ব গ্রহণ করেন। তবে রাজনৈতিক অস্থিরতার প্রেক্ষাপটে ২০২৪ সালের ১০ আগস্ট পদত্যাগ করেন তিনি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং অ্যান্ড ইনস্যুরেন্স বিভাগে ফিরে যান।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, পদত্যাগের পর তিনি সরাসরি না গিয়ে অন্য একজনের মাধ্যমে যোগদানপত্র জমা দেন এবং ক্লাস নেননি।

দুদকের আবেদনের প্রেক্ষিতে গত ৯ অক্টোবর আদালত শিবলী রুবাইয়াতের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা জারি করে। একইসঙ্গে তার এবং তার ছেলে জুহায়ের সারার ইসলামের ব্যাংক হিসাব ও বেনিফিশিয়ারি ওনার্স (বিও) হিসাবও স্থগিত করা হয়।

শিবলী রুবাইয়াতের বিরুদ্ধে শেয়ারবাজারে অনিয়ম, কারসাজি এবং দুর্নীতির বিস্তর অভিযোগ রয়েছে। অভিযোগে বলা হয়, তিনি শেয়ারবাজারে একটি প্রভাবশালী চক্রকে সহায়তা করেছেন, যারা বাজার থেকে অবৈধভাবে অর্থ লোপাটে জড়িত।

এছাড়া বিনিয়োগ আকর্ষণের নামে বিদেশে রোড শো আয়োজন করায় তার বিরুদ্ধে ব্যাপক সমালোচনা উঠেছে। এ ধরনের কর্মকাণ্ডের মাধ্যমে অর্থ অপচয় ও দুর্নীতির অভিযোগও রয়েছে।

Check Also

৮ ফেব্রুয়ারি সংস্কার কমিশনের পূর্ণাঙ্গ প্রস্তাব প্রকাশ করা হবে: আসিফ নজরুল

শেরপুর নিউজ ডেস্ক: আগামী ৮ ফেব্রুয়ারি ছয়টি প্রধান সংস্কার কমিশনের প্রতিবেদন আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

18 + sixteen =

Contact Us