শেরপুর নিউজ ডেস্ক:
ভারতের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় দমন-পীড়নের বিরুদ্ধে কাশ্মীরিদের ন্যায়সঙ্গত ও বৈধ স্বার্থে পাকিস্তান সবসময় পাশে থাকবে। সেই সঙ্গে কাশ্মীর অবশ্যই মুক্ত হবে এবং পাকিস্তানের অংশ হবে। এমনটাই বললেন পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল সৈয়দ আসিম মুনির।
বুধবার (৫ ফেব্রুয়ারি) আজাদ কাশ্মীরের মুজাফফরাবাদে গিয়ে আসিম মুনির বলেন, নিঃসন্দেহে কাশ্মীর একদিন মুক্ত হবে। কাশ্মীরের জনগণের স্বাধীন ইচ্ছা ও ভাগ্য অনুযায়ী এটি পাকিস্তানের অংশ হবে।
কাশ্মীরের বিশিষ্ট ব্যক্তি ও প্রবীণদের সঙ্গে আলাপচারিতায় পাকিস্তানের সেনাপ্রধান ‘ভারতীয় অবৈধভাবে অধিকৃত’ জম্মু ও কাশ্মীরের জনগণের প্রতি পাকিস্তানের অবিচল সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেন। তিনি বলেন, ভারতের নৃশংসতা এবং ক্রমবর্ধমান হিন্দুত্ববাদী চরমপন্থা কাশ্মীরি জনগণের আত্মনিয়ন্ত্রণাধিকারের লড়াইকে কেবল শক্তিশালী করেছে।
কাশ্মীরের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করার সময় অপারেশনাল অবস্থার মুখে মোতায়েন করা অফিসার ও সৈন্যদের অবিচল উত্সর্গ, পেশাদার দক্ষতা এবং যুদ্ধ প্রস্তুতির প্রশংসা করেন এই জেনারেল। তিনি সেনাদের উচ্চ মনোবল ও সতর্কতার প্রশংসা করেন এবং যে কোনো প্রতিকূল উস্কানি প্রতিরোধ ও মোকাবেলায় সর্বোচ্চ অপারেশনাল প্রস্তুতি বজায় রাখার গুরুত্বের উপর জোর দেন।
আসিম মুনির সশস্ত্র বাহিনীর যুদ্ধ প্রস্তুতির প্রতি পূর্ণ আস্থা ব্যক্ত করেন। তিনি দৃঢ়তার সঙ্গে পাকিস্তানের সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতা রক্ষায় সেনাবাহিনীর প্রতিশ্রুতির উপর জোর দেন।