সর্বশেষ সংবাদ
Home / অপরাধ জগত / চাচার লাঠির আঘাতে ভাতিজার মৃত্যু

চাচার লাঠির আঘাতে ভাতিজার মৃত্যু

শেরপুর নিউজ ডেস্ক:
নওগাঁর মান্দায় বিবদমান জমিতে থাকা একটি কুয়োতে মাছ ধরাকে কেন্দ্র করে চাচার লাঠির আঘাতে ভাতিজার মৃত্যু হয়েছে।

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) বেলা ১০টার দিকে উপজেলার কালিকাপুর ইউনিয়নের চকমানিক গ্রামে এ ঘটনা ঘটে।

মৃতের নাম জামিরুল ইসলাম ওরফে জামু (৪৫)। তিনি চকমানিক গ্রামের হাসান আলী মন্ডলের ছেলে। অভিযুক্তরা হলেন নিহত জামুর আপন চাচা আবুল কাসেম মন্ডল (৬৫) ও তার ছেলে আব্দুল মতিন (৩৩)। ঘটনার পর দ্রুত ঘটনাস্থল থেকে আবুল কাসেম পালিয়ে গেলে তার ছেলে আব্দুল মতিনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

চকমানিক গ্রামের বাসিন্দা আলমগীর হোসেন জানান, আবুল কাসেম মন্ডলের সাথে জমিজমা নিয়ে আপন ভাই হাসান আলী মন্ডলের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। আজ শুক্রবার বিলের বিবদমান জমিতে থাকা একটি কুয়োতে মাছ ধরার প্রস্তুতি নেন অভিযুক্ত আবুল কাসেম। এ নিয়ে ভাতিজা জামুর সঙ্গে চাচা আবুল কাসেমের বাগবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে চাচা আবুল কাসেম ও তার ছেলে আব্দুল মতিন মিলে মারপিট শুরু করে। পরে আবুল কাসেম লাঠি দিয়ে ভাতিজা জামুর মাথায় আঘাত করলে ঘটনাস্থলেই নিহত হন।

মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে নিহত জামুর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানোসহ আব্দুল মতিন নামে একজনকে আটক করা হয়েছে। ঘটনায় থানার একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। তবে আবুল কাসেম পলাতক রয়েছে। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Check Also

অপারেশন ডেভিল হান্টে গাজীপুরে আটক ৬৫

শেরপুর নিউজ ডেস্ক: গাজীপুরসহ দেশজুড়ে চলমান ‘অপারেশন ডেভিল হান্ট’এ গাজীপুর জেলার পাঁচ থানায় ৬৫ জন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nine + 7 =

Contact Us