সর্বশেষ সংবাদ
Home / বিদেশের খবর / বিশ্বের সবচেয়ে শক্তিধর ১০ দেশের তালিকা

বিশ্বের সবচেয়ে শক্তিধর ১০ দেশের তালিকা

শেরপুর নিউজ ডেস্ক:
মার্কিন সাময়িকী ফোর্বস ২০২৫ সালে বিশ্বের সবচেয়ে শক্তিধর ১০টি দেশের তালিকা প্রকাশ করেছে। এই তালিকার শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র এবং দশম স্থানে রয়েছে ইসরায়েল।

নেতৃত্ব দেওয়ার ক্ষমতা, অর্থনৈতিক ও রাজনৈতিক ক্ষমতা, আন্তর্জাতিক সম্পর্ক, সামরিক শক্তিসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ের ওপর ভিত্তি করে প্রতিবেদনটি তৈরি করা হয়েছে। ফোর্বসের উদ্ধৃতি দিয়ে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

ফোর্বসের এই তালিকার পদ্ধতিটি পেনসিলভানিয়া বিশ্ববিদ্যালয়ের ওয়ার্টন স্কুলের অধ্যাপক ডেভিড রেইবস্টেইনের নেতৃত্বে এবং যুক্তরাষ্ট্রের নিউজ অ্যান্ড ওয়ার্ল্ড রিপোর্টের সঙ্গে যুক্ত বিএভি গ্রুপের গবেষকরা তৈরি করেছেন।
চলতি বছর, অর্থাৎ ২০২৫ সালে বিশ্বের শীর্ষ ১০টি শক্তিশালী দেশের তালিকার শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। প্রতিবেদন আরো বলা হয়েছে, দেশটির জিডিপি ৩০.৩৪ ট্রিলিয়ন ডলার। জনসংখ্যা সাড়ে ৩৪ কোটি।

তালিকার দ্বিতীয় স্থানে থাকা চীনের জিডিপি ১৯.৫৩ ট্রিলিয়ন ডলার। দেশটির জনসংখ্যা ১৪১ কোটি। আর তৃতীয় স্থানে রয়েছে রাশিয়া। ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধরত দেশটির জিডিপি ২.২ ট্রিলিয়ন ডলার।

জনসংখ্যা সাড়ে আট কোটি।
এদিকে ৩.৭৩ ট্রিলিয়ন ডলার জিডিপি ও প্রায় সাত কোটি জনসংখ্যার যুক্তরাজ্য রয়েছে তালিকার চতুর্থ স্থানে। পঞ্চম স্থানে থাকা জার্মানির জিডিপি ৪.৯২ ট্রিলিয়ন ডলার এবং জনসংখ্যা সাড়ে আট কোটি।

অর্থনৈতিক ও সামরিক শক্তি এবং প্রযুক্তিগত অগ্রগতির সমন্বয়ের কারণে দক্ষিণ কোরিয়া তালিকার ষষ্ঠ স্থানে রয়েছে। দেশটির জিডিপি ১.৯৫ ট্রিলিয়ন ডলার এবং জনসংখ্যা পাঁচ কোটি ১৭ লাখ।

তালিকার সপ্তম স্থানে রয়েছে ফ্রান্স, যার জিডিপি ৩.২৮ ট্রিলিয়ন ডলার এবং জনসংখ্যা ছয় কোটি ৬৫ লাখ। জাপান রয়েছে অষ্টম স্থানে। দেশটির জিডিপি ৪.৩৯ ট্রিলিয়ন ডলার। জনসংখ্যা সাড়ে ১২ কোটি।

জিডিপি ১.১৪ ট্রিলিয়ন ডলার এবং তিন কোটি ৩৯ লাখ জনসংখ্যার দেশ সৌদি আরব রয়েছে নবম স্থানে। এ ছাড়া তালিকায় দশম স্থানে রয়েছে দখলদার ইসরায়েল। তাদের জিডিপি প্রায় ৫৫১ বিলিয়ন ডলার। জনসংখ্যা প্রায় ৯৪ লাখ।

Check Also

ইরানের ২০০০ কিলোমিটার পাল্লার হাইপারসনিক ক্ষেপণাস্ত্র উন্মোচন

শেরপুর নিউজ ডেস্ক: ইরান দুই হাজার কিলোমিটার পাল্লার হাইপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র উন্মোচন করেছে। দেশটির এলিট …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

thirteen − three =

Contact Us