বগুড়া লেখক চক্রের ৯৫২তম পাক্ষিক সাহিত্য আসর অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার সন্ধ্যায় ম্যাক্স মোটেলে অনুষ্ঠিত সাহিত্য আসরে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি কবি ইসলাম রফিক।
আসরে স্বরচিত লেখা পাঠ করেন বিশ্বজিৎ দাশ, ছড়াকার আমির খসরু সেলিম, কবি মাহাবুব টুটুল, কবি শাকিবুল শাকিল ও ছড়াকার সুমন মহন্ত।
পঠিত লেখাসমূহের উপর আলোচনা করেন কবি ইসলাম রফিক। প্রেস বিজ্ঞপ্তি