সর্বশেষ সংবাদ
Home / বিদেশের খবর / নয়াদিল্লির বিধানসভা নির্বাচনে বিশাল ব্যবধানে জয়লাভ করেছে বিজেপি

নয়াদিল্লির বিধানসভা নির্বাচনে বিশাল ব্যবধানে জয়লাভ করেছে বিজেপি

শেরপুর নিউজ ডেস্ক:

ভারতের রাজধানী নয়াদিল্লির বিধানসভা নির্বাচনে বিশাল ব্যবধানে জয়লাভ করেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। দীর্ঘ দুই দশকের বেশি সময় পর দিল্লির ক্ষমতায় ফিরলো বিজেপি।

দেশটির নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, ৭০ আসনের বিধানসভার ৮৫ শতাংশ ভোট গণনার পর বিজেপি ৪৮টি আসনে জয়ী হয়েছে। দিল্লিতে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় আসনসংখ্যা ৩৬, ফলে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে বিজেপি।

এই ঐতিহাসিক জয়ের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সামাজিক যোগাযোগমাধ্যমে উল্লাস প্রকাশ করেছেন। তিনি বিজেপির জয়কে “উন্নয়ন ও সুশাসনের জয়” হিসেবে অভিহিত করে বলেন, বিজেপির এই ঐতিহাসিক বিজয়ে আমি সকল ভাই-বোনকে স্যালুট জানাই। দিল্লির উন্নয়ন ও জনগণের জীবনমান উন্নত করতে আমরা সর্বোচ্চ চেষ্টা করবো।

পোস্টে মোদি বলেছেন, বিজেপির ঐতিহাসিক বিজয়ে সকল ভাই-বোনদের আমার স্যালুট এবং অভিনন্দন… আমি আমার হৃদয়ের অন্তস্থল থেকে আপনাদের সকলের প্রতি অত্যন্ত কৃতজ্ঞ। তিনি বলেন, আমরা নিশ্চয়তা দিচ্ছি, দিল্লির সর্বাত্মক উন্নয়ন ও জনগণের জীবনকে আরো উন্নত করার কোনো প্রচেষ্টাই বাদ রাখবো না।

ভারতের প্রধানমন্ত্রী বলেন, আমি বিজেপির সকল কর্মীকে নিয়ে গর্বিত। তারা রাত-দিন একাকার করে কাজ করায় আমাদের এই বিশাল জয়। আমরা এখন দিল্লির জনগণের জন্য সেবা করার জন্য নিজেদের আরও দৃঢ়ভাবে উৎসর্গ করবো।

দুই দশকের বেশি সময় পর প্রথমবারের মতো দিল্লি বিধানসভায় জয় পেয়েছে কট্টর হিন্দুত্ববাদী রাজনৈতিক দল বিজেপি। অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টিকে হটিয়ে বিজেপির এই ফেরায় দলটির নেতাকর্মীদের মাঝে ব্যাপক উচ্ছ্বাস দেখা গেছে। ভোট গণনা শেষ না হলেও ইতোমধ্যে বিজেপির জয় নিশ্চিত হওয়ায় দলটির সদরদপ্তরে জড়ো হয়ে উল্লাসে মেতে উঠেছেন নেতাকর্মীরা।

Check Also

ইরানের ২০০০ কিলোমিটার পাল্লার হাইপারসনিক ক্ষেপণাস্ত্র উন্মোচন

শেরপুর নিউজ ডেস্ক: ইরান দুই হাজার কিলোমিটার পাল্লার হাইপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র উন্মোচন করেছে। দেশটির এলিট …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

12 + 9 =

Contact Us