সর্বশেষ সংবাদ
Home / রাজনীতি / গণহত্যার বিচারের আগে নির্বাচন চায় না জনগণ: জামায়াত আমির

গণহত্যার বিচারের আগে নির্বাচন চায় না জনগণ: জামায়াত আমির

শেরপুর নিউজ ডেস্ক:

চব্বিশের গণহত্যাকারীদের বিচার না করা হলে জাতির সঙ্গে বেঈমানি করা হবে। এই হত্যার বিচারের আগে জনগণ নির্বাচন চায় না বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

শনিবার (৮ ফেব্রুয়ারি) কক্সবাজারে দলটির কর্মী সম্মেলনে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, দেশে সকলে যার যার আদর্শ নিয়ে রাজনীতি করবে, তবে রাজনীতির সঙ্গে চাঁদাবাজি, দুর্বৃত্তপনা ও দুর্নীতির কোনো সম্পর্ক নেই। জামায়াত ক্ষমতায় যাওয়ার সুযোগ পেলে সবার আগে বৈষম্য দূর করতে পদক্ষেপ নেবে। যারা ন্যায় ও ইনসাফের ভিত্তিতে দেশ পরিচালনা করবে, তাদের ভোট দিতে সবার প্রতি আহ্বান জানাই।

শফিকুর রহমান আরো বলেন, বিগত সরকার সংখ্যাগরিষ্ঠ ও সংখ্যালঘু নামে সমাজে বিভাজন সৃষ্টি করেছিল এবং পক্ষ-বিপক্ষের শক্তিতে বিভক্ত করে সংঘাত লাগিয়ে রেখেছিল। তাই এখন আমাদের সতর্ক থাকতে হবে।

সাবেক আইজিপি বেনজীর আহমেদের প্রসঙ্গে তিনি বলেন, হাজার হাজার কোটি টাকা পাচার করে তিনি এখন দেশের বাইরে থেকে ষড়যন্ত্র করছেন। পুলিশকে ষড়যন্ত্রকারীদের ব্যাপারে সতর্ক থাকতে হবে। রাষ্ট্রীয় দায়িত্ব যথাযথভাবে পালন করতে পুলিশকে সচেতন হতে হবে।

Check Also

বিএনপির উদারতার কারণে জামায়াত রাজনীতি করার সুযোগ পেয়েছে : রিজভী

শেরপুর নিউজ ডেস্ক: বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বিএনপির উদারতার কারণে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

16 − 15 =

Contact Us