সর্বশেষ সংবাদ
Home / দেশের খবর / চার দাবিতে শাহবাগে ম্যাটস শিক্ষার্থীদের অবস্থান

চার দাবিতে শাহবাগে ম্যাটস শিক্ষার্থীদের অবস্থান

শেরপুর নিউজ ডেস্ক: রাজধানীর শাহবাগে অবস্থান নিয়েছেন ম্যাটস (মেডিকেল অ্যাসিটেন্ট ট্রেইনিং স্কুল) শিক্ষার্থীরা। শূন্য পদে নিয়োগসহ চার দফা দাবিতে রোববার বেলা ১১টার দিকে কয়েকশ শিক্ষার্থী সড়কে অবস্থান নেন। এ সময় টিএসসি থেকে শাহবাগে আসার সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

শিক্ষার্থীরা জাদুঘরের সামনের সড়কে বেলা সোয়া ১১টার দিকে অবস্থান নেন। স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতিশ্রুতির সাত কর্মদিবস শেষ হওয়ার পরও দাবি পূরণে দৃশ্যমান পদক্ষেপ না নেওয়ার প্রতিবাদে লংমার্চ করছেন বলে জানিয়েছেন শিক্ষার্থীরা।

রোববার এক প্রেস বিজ্ঞপ্তিতে সাধারণ ম্যাটস শিক্ষার্থী ঐক্য পরিষদ তাদের দাবিগুলো তুলে ধরে। তাদের দাবিগুলো হলো- ১২ বছরের বেশি সময় ধরে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ অধিদপ্তরের শূন্যপদে বন্ধ করা নিয়োগ দ্রুত সচল, কমিউনিটি ক্লিনিকে চিকিৎসা দেওয়ার লক্ষ্যে উপসহকারী মেডিকেল অফিসার পদ সৃষ্টি, প্রতিষ্ঠানের নাম পরিবর্তন, কোর্সের নাম পরিবর্তনসহ ২০২১ সালের কোর্স কারিকুলামের ত্রুটি ও অসঙ্গতি সমাধান করে নতুন ইন্টার্ন লগবুক, বিএমঅ্যান্ডডিসি স্বীকৃত ক্লিনিক্যাল বিষয়ে উচ্চ শিক্ষা এবং প্রস্তাবিত এলাইড হেলথ প্রফেশনাল বোর্ড খসড়া আইনের নাম পরিবর্তনসহ প্রস্তাবিত সব ধারায় সংশোধনীসহ বাস্তবায়ন করতে হবে। এর আগে গত ২২ জানুয়ারি একই দাবিতে শাহবাগ অবরোধ করে ম্যাটস শিক্ষার্থীরা।

 

Check Also

রোজার ঈদের পর দেশে ফিরতে পারেন খালেদা জিয়া

শেরপুর নিউজ ডেস্ক: লন্ডনে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা ঈদ করেই দেশে ফিরতে পারেন বলে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × 5 =

Contact Us