শেরপুর নিউজ ডেস্ক: বগুড়ার শেরপুর উপজেলায় হামলা, বিস্ফোরক দ্রব্য ও হত্যাচেষ্টা মামলায় আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (৮ ফেব্রুয়ারি) রাতে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন— শেরপুর উপজেলার সুঘাট ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও চকনশি গ্রামের মৃত আহম্মেদ আলীর ছেলে নামদার হোসেন (৫৫) এবং মির্জাপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও তালতা গ্রামের মৃত আলীর ছেলে আব্দুস সাত্তার (৫৫)।
শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। রবিবার দুপুরে তাদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।