শেরপুর নিউজ ডেস্ক: যুক্তরাষ্ট্রে বাংলাদেশ দূতাবাসে নিযুক্ত প্রেস মিনিস্টার গোলাম মোর্তজা বলেছেন, ‘যুদ্ধে আপনি পরাজিত হলে মারা যাবেন আর যদি আপনি বিজয়ী হোন তাহলে আপনাকে পরাজিতদের ধ্বংস করে দিতে হবে।’ সম্প্রতি একটি টক শোতে অংশ নিয়ে এ মন্তব্য করেন তিনি।
রবিবার রাতে তার এই বক্তব্যটি নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে শেয়ার করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। এরপর মুহূর্তেই ভাইরাল হয় গোলাম মোর্তজার এ বক্তব্য।
ওই টক শোতে গোলাম মোর্তজা বলেন, ‘যুদ্ধে আপনি পরাজিত হলে মারা যাবেন আর যদি আপনি বিজয়ী হোন তাহলে আপনাকে পরাজিতদের ধ্বংস করে দিতে হবে।’
তিনি বলেন, ‘আপনি পরাজিতকে রাখবেন, আপনিও থাকবেন-এর নাম গণ-অভ্যুত্থান নয়।’
তিনি আরো বলেন, ‘৫ আগস্ট যে গণ-অভ্যুত্থান হয়েছে, সেখানে বিজয়ী শক্তি ক্ষমতা দখল করেছে। কিন্তু দেশের মানুষ মনে করে এ সরকার খুব দুর্বল, তারা পরাজিত শক্তির কিছু করতে পারবে না।
হাসিনা ছাত্র-জনতাকে টিকে থাকার চ্যালেঞ্জ দিয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘এই জায়গায় ছাত্র-জনতাকে তাদের শক্তিমত্তার পরিচয় দেওয়ার দরকার ছিল। ধানমণ্ডি-৩২-এ তারা সেই প্রমাণ দিয়েছে। যেহেতু তারা গণ-অভ্যুত্থানের বিজয়ী শক্তি।’
তিনি বলেন, ‘শেখ হাসিনা ৩২ নম্বরকে কেন্দ্র করে ফিরতে চায়, ফিরে আবার বিপ্লবীদের তাদের পরিবারসহ হত্যা করতে চায়।
যারা অভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছে, দেখেছি তাদের কিভাবে গুলি করে হত্যা করা হয়েছে।’
গোলাম মোর্তজা বলেন, ‘এত সুশীলীয় আলোচনা করলে চলবে না যে, তারা কেন এটা করল? তারা এটা করেছে নিজেরা টিকে থাকার জন্য। নিজেদের টিকে থাকার বিষয়ে প্রতিরোধ করার কথা ইসলাম ধর্মেও বলা হয়েছে। ছাত্র-জনতা প্রতিরোধ গড়ে এটাই প্রমাণ করেছে যে, চাইলেই কেউ তাকে হত্যা করতে পারবে না।’