শেরপুর নিউজ ডেস্ক
বিশ্বের সকল জীবের শান্তি, মঙ্গল ও কল্যাণ কামনায় গত শনিবার (৮ ফ্রেরুয়ারী) রাত ৯ টায় বগুড়ার শেরপুর উপজেলার সুঘাট ইউনিয়নে কল্যানী হিন্দুপাড়া গ্রামে শেষ হল চার দিনব্যাপী মহানাম যজ্ঞানুষ্ঠান ও অষ্টাকালীন লীলা কীর্তন।সুধাংশ চন্দ্র পালের সভাপতিত্বে ও সুঘাট ইউনিয়ন বিএনপির সভাপতি হুমায়ন কবির (বিপ্লব) এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, শেরপুর উপজেলা বিএনপির সভাপতি ভিপি শহিদুল ইসলাম বাবলু।
এছাড়াও বক্তব্য রাখেন,শেরপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মিন্টু, সাংগঠনিক সম্পাদক আ: মমিন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মামুনুর রশিদ আপেল,যুগ্ম সাধারণ সম্পাদক পলাশ, দপ্তর সম্পাদক মোয়াজ্জেম হোসেন, সুঘাট ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নূর-নবী মন্ডল হিটলার, বিএনপি নেতা শেখ ফরিদ প্রমুখ।