শেরপুর নিউজ ডেস্ক: অমর একুশে গ্রন্থমেলায় এসেছে কণ্ঠশিল্পী ফাহমিদা নবীর নতুন বই ফাহমিদা নবীর ডায়েরী। শিল্পী নিজেই তার বই সর্ম্পকে ফেসবুকে লিখেছেন।
তিনি ফেসবুকে জানান, বই আর লেখার ভালোবাসা গানের মতোই নিত্যদিনের প্রয়োজন। গান গাইলে শান্ত হয় মন তেমনি লিখি যখন তখন মাথা শান্ত হয় । খেতেও ভালো লাগে ঘুমও আসে । দায়িত্ব পালন , বাস্তবতা সবটাই নিজের মতো করে গোছানো হয়। জীবন আমার কাছে ছোটছোট কথার মাঝে নিজেকে খুঁজে ফেরা। শব্দ শিল্প থেকে বইটি প্রকাশিত হলো। ভালোবাসা ভরা আড্ডা আর আনন্দে আমরা সবাই মিলে চমৎকার সময় কাটালাম। বইটা সবাই কিনছে দেখতেও খুব ভালো লাগলো। পড়ছেও জানালো কেউ কেউ। প্রিয় ভক্তদের জন্য গান লেখা সবটাই চলমান হলো, আর নিজের মতো ভাবনারা জায়গা নিলো বইয়ের পাতায় গানের বানীতে … সবার জন্য ভালোবাসা