শেরপুর নিউজ ডেস্ক:
জনপ্রিয় ব্যান্ড তারকা শাফিন আহমেদ। তাকে উৎসর্গ করে এবার আয়োজন করা হয়েছে কনসার্ট ‘শাফিন আহমেদ: ইকোস অব অ্য লিজেন্ড’। আগামী ১৩ ফেব্রুয়ারি রাজধানীর তেজগাঁওয়ের আলোকি’তে অনুষ্ঠিত হবে এই কনসার্ট।
যেখানে গানে গানে শাফিনকে স্মরণ করবে দেশের সেরা ব্যান্ড। কনসার্টে শাফিন আহমেদের সাবেক ব্যান্ড মাইলস ছাড়াও পারফর্ম করবে ফিডব্যাক, দলছুট, আর্টসেল, অ্যাভয়েড রাফা ও র্যাপার অজি।
গানের পাশাপাশি এতে প্রদর্শিত হবে শাফিন আহমেদ সম্পর্কিত বিভিন্ন স্মারক। দেখানো হবে তার জীবন ও ক্যারিয়ারের আলোকে তৈরি একটি তথ্যচিত্রও। গত বছরের মাঝামাঝি কনসার্টে অংশ নিতে যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন ব্যান্ড তারকা শাফিন আহমেদ।
দেশটির ভার্জিনিয়ায় কনসার্ট শুরুর আগমুহূর্তে অসুস্থ হয়ে পড়েন তিনি। দ্রুত তাঁকে একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে তাঁর আর বেঁচে ফেরা হয়নি। দু’দিন লাইফ সাপোর্টে থাকার পর গত ২৪ জুলাই মৃত্যুবরণ করেন এই শিল্পী। দেখতে দেখতে তাঁকে হারানোর ৭ মাস হতে চলল।
এবার প্রয়াত এই ব্যান্ড তারকার স্মরণে এই ট্রিবিউট কনসার্টের আয়োজন করা হয়েছে। কনসার্টটি আয়োজন করছে ভেলভেট ইভেন্টস। ইতিমধ্যে গেট সেট রক ওয়েবসাইটে টিকিট বিক্রি শুরু হয়েছে।