শেরপুর নিউজ: বগুড়ার শেরপুরে থানা পুলিশ অভিযান চালিয়ে উপজেলা আওয়ামী লীগের সাবেক সদস্য ও সীমাবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মো. গোলাম রফিক (৫৪) কে গ্রেপ্তার করেছে।
রবিবার (৯ ফেব্রুয়ারি) বিকালে তাকে উপজেলার সামীবাড়ী এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত রফিক শেরপুর উপজেলার সীমাবাড়ী ইউনিয়নের টাকাধুকুরিয়া গ্রামের মৃত শাহজাহান আলীর ছেলে।
শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিকুল ইসলাম জানান, তাকে গত ১৫ নভেম্বর শেরপুর থানায় দায়েরকৃত মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।