সর্বশেষ সংবাদ
Home / দেশের খবর / ৩১ জন মাওবাদীকে হত্যা করলো ভারতীয় সেনাবাহিনী

৩১ জন মাওবাদীকে হত্যা করলো ভারতীয় সেনাবাহিনী

শেরপুর নিউজ ডেস্ক: ভারতের মধ্যাঞ্চলীয় ছত্তিশগড় রাজ্যে রোববার (৯ ফেব্রুয়ারি) দেশটির সেনাবাহিনী অন্তত ৩১ জন মাওবাদীকে হত্যা করেছে। এ ছাড়া বন্দুকযুদ্ধের সময় দুইজন পুলিশ সদস্য নিহত হয়েছে। দেশটির পুলিশ জানিয়েছে, এটি চলতি বছরে সবচেয়ে বড় অভিযান। খবর আল জাজিরার।

প্রতিবেদনে বলা হয়েছে, ছত্তিশগড় রাজ্যের ইন্দ্রবতী এলাকার জঙ্গলে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শত শত পুলিশ ও আধাসামরিক বাহিনীর সদস্যরা অভিযান পরিচালনা করেন। রাজ্যের পুলিশ পরিদর্শক জেনারেল পাত্তিলিঙ্গাম সুন্দাররাজ জানান, সেখানে অসংখ্য বিদ্রোহী জমায়েত হয়েছে, এমন তথ্য পেয়ে তারা এই অভিযানে যান।

সুন্দাররাজ বলছেন, পুলিশ ও সেনারা তল্লাশি অভিযান চালানোর সময় জঙ্গলে সংঘাত দেখা হয়। এতে অন্তত ৩১ জন বিচ্ছিন্নতাবাদী ও দুই পুলিশ কর্মকর্তা নিহত হন। অপর দুই পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন।

তিনি জানান, ওই এলাকায় এখনও তল্লাশি কার্যক্রম অব্যাহত রয়েছে এবং যোদ্ধারা স্বয়ংক্রিয় রাইফেলসহ কিছু আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছেন। তবে মাওবাদী বিদ্রোহীদের কাছ থেকে তাৎক্ষণিকভাবে কোনো বিবৃতি আসেনি।

দেশটির পুলিশের পরিদর্শক জিতেন্দ্র যাদব জানান, রোববারের এই ঘটনাটিই এ বছরের সবচেয়ে বড় সংঘর্ষ এবং এক মাসের ব্যবধানে ছত্তিশগড়ে দ্বিতীয়, বড় আকারের সংঘাতের ঘটনা।

ভারতীয় সেনারা দেশটির মধ্য ও উত্তরাঞ্চলীয় রাজ্যগুলোতে ১৯৬৭ সাল থেকে মাওবাদী বিদ্রোহীদের বিরুদ্ধে লড়ছে।

Check Also

রোজার ঈদের পর দেশে ফিরতে পারেন খালেদা জিয়া

শেরপুর নিউজ ডেস্ক: লন্ডনে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা ঈদ করেই দেশে ফিরতে পারেন বলে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × 2 =

Contact Us