শেরপুর নিউজ ডেস্ক: হাসিনা সরকারের পতনের পর দুই দেশের সম্পর্কে যে অনাকাঙ্ক্ষিত অস্বস্তি তৈরি হয়েছে তা দূরীকরণের উপায় খুঁজতে বৈঠকে বসছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন ও ভারতের বিদেশমন্ত্রী ড. এস জয়শঙ্কর। উভয়ের আগ্রহে আগামী সপ্তাহে ওমানের রাজধানী মাস্কাটে হবে সেই বৈঠক।
সেগুনবাগিচার দায়িত্বশীলরা বলছেন, আগামী ১৬ ও ১৭ই ফেব্রুয়ারি ওমানে অনুষ্ঠিত হতে যাচ্ছে ভারত মহাসাগরীয় মন্ত্রী পর্যায়ের সম্মেলন। সেই সম্মেলনে মিস্টার হোসেন ও এস জয়শঙ্কর নিজ নিজ দেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন। সম্মেলনের সাইড লাইনে দুই দলনেতার মধ্যে একান্ত আলোচনা হওয়ার কথা পাকাপাকি প্রায়।
সুনির্দিষ্টভাবে বৈঠকের দিনক্ষণ এখনো ঠিক না হওয়ার দাবি করে সংশ্লিষ্ট এক কর্মকর্তা গতকাল রাতে মানবজমিনকে বলেন, ‘অত্যাসন্ন বহুপক্ষীয় সম্মেলন ৮ম ইন্ডিয়ান ওশান কনফারেন্স আইওসি ২০২৫’র ভেন্যু স্পন্সর করছে ওমান। যার আয়োজক ভারতীয় গবেষণা প্রতিষ্ঠান ইন্ডিয়া ফাউন্ডেশন। এতে যোগ দিতে গত মাসে অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টাকে বিশেষ আমন্ত্রণ জানান ভারতের পররাষ্ট্রমন্ত্রী। সেই সঙ্গে উভয়ের মধ্যে একান্ত বৈঠকেরও আগ্রহ ব্যক্ত করা হয়।
ওয়াকিবহাল সূত্র মতে, ‘৩৬ জুলাই’ খ্যাত ৫ই আগস্ট বাংলাদেশে সফল অভ্যুত্থানের মধ্য দিয়ে গঠিত সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করের এটি হবে দ্বিতীয় বৈঠক। গত সেপ্টেম্বরে জাতিসংঘ সাধারণ অধিবেশনের সাইড লাইনে নিউ ইয়র্কে তাদের মধ্যে প্রথম বৈঠক হয়। সেই বৈঠকের ধারাবাহিক তথা ফলোআপে ডিসেম্বরে দেশটির বিদেশসচিব বিক্রম মিশ্রি ঢাকা সফর করেন। নানা কারণে তার সফরটি ছিলো আলোচিত এবং তাৎপর্যপূর্ণ। ১২ ঘণ্টার কম সময়ের ওই সফরে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, উপদেষ্টা মো. তৌহিদ হোসেন ও পররাষ্ট্র সচিব মো. জসীম উদ্দিনের সঙ্গে বৈঠক হয় তার। ভারতীয় বায়ু সেনার বিশেষ চপারে উড়ে আসেন তিনি। নামেন ক্যান্টনমেন্ট লাগোয়া তেজগাঁও বিমান ঘাঁটিতে। রাতে ঢাকা ছেড়ে যাওয়ার আগে বিক্রম একান্ত বৈঠকে বসেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে।
সমারিক ও বেসামরিক নেতৃত্বের সঙ্গে বৈঠক করে সম্পর্কে স্বস্তি ফেরানোর তাগিদ তথা ইতিবাচক বার্তা নিয়ে দিল্লি ফিরেন বিদেশ সচিব বিক্রম মিশ্রি। যার রিফ্লেকশন ছিল সফরের পরদিন ভারতীয় পার্লামেন্ট কমিটিতে দেয়া তার বক্তব্যে। যদিও সচিবের সফরের ক’দিন আগে পুলিশের নির্লিপ্ত উপস্থিতিতে আগরতলাস্থ সহকারী হাইকমিশনে বর্বোচিত হামলা এবং ফ্ল্যাগস্ট্যান্ড ভেঙে বাংলাদেশের পতাকা খুলে তাতে আগুন দেয় দেশটির উগ্রবাদী সংগঠন হিন্দু সংঘর্ষ সমিতির সদস্যরা।
বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ তুলে তারা ঘৃণিত ওই আক্রমণ চালায়। তাছাড়া ভারতের অন্যান্য স্থানেও বাংলাদেশ বিরোধী বিক্ষোভ হয়। উল্লেখ্য, হাসিনার স্বৈরশাসনের অবসান এবং দিল্লিতে তার পালিয়ে যাওয়ার পর বাংলাদেশে ৭২ ঘণ্টা কোনো সরকার ছিলো না। অভ্যুত্থান পরবর্তী সরকারবিহীন অবস্থায় দেশে রাজনৈতিক কারণে কিছু সংখ্যালঘু নির্যাতন হয়েছে, যা অন্তর্বর্তীকালীন সরকারও স্বীকার করেছে। তারা তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিচ্ছে। তথাপি সংখ্যালঘু নির্যাতনের জন্য ইউনূস সরকারকে দায়ী করে সামাজিক যোগাযোগ মাধ্যম এবং ভারতের মিডিয়ায় অর্কেস্ট্রেইটেড ওয়েতে ভুল আর অপতথ্য ছড়াচ্ছে। সেসব বনোয়াট রিপোর্টকে উপজীব্য করে দুই দেশের সম্পর্ক তিক্ততার পর্যায়ে পৌঁছায়। এটি স্বাভাবিক করতে দুই দেশের বর্তমান সরকারের আগ্রহ থাকলে অগ্নিগর্ভ পরিস্থিতির সুযোগ নেন দিল্লির আশ্রয়ে থাকা ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী (সাবেক) শেখ হাসিনা। সেখানে বসে ইউনূস সরকারকে নিশানা প্রায়শই বক্তব্য দিচ্ছেন তিনি।
সবশেষ গত ৫ই ফেব্রুয়ারি তিনি ছাত্রদের উদ্দেশ্য টেলিফোনে বক্তৃতা করেন, যা দলটির পেজ থেকে লাইভ প্রচার হয়। অনুশোচনা বা ক্ষমাপ্রার্থনাবিহীন ঔদ্ধত্যপূর্ণ সেই বক্তব্য ক্ষুব্ধ ছাত্র-জনতার ক্ষোভের থাবা পড়ে আওয়ামী লীগের রাজনীতির আতুঁরঘর খ্যাত ধানমন্ডির ৩২ নম্বরে। সঙ্গে দলটির আত্মগোপনে থাকা নেতাদের বাড়ি ও সহায় সম্পত্তিতে।
ঘটনার পরদিন (৬ই ফেব্রুয়ারি) ঢাকায় ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব করে সরকার। ৭ই ফেব্রুয়ারি দিল্লিতে বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে পাল্টা তলব করে নরেন্দ্র মোদি সরকার। এ নিয়ে বিবৃতিও দেয় দেশটির বিদেশ মন্ত্রক। যাকে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে ভারতের ‘অপ্রত্যাশিত’ এবং ‘অনাকাঙ্ক্ষিত’ হস্তক্ষেপ বলে মনে করে ঢাকা।
উদ্ভূত পরিস্থিতি বিবেচনায় উভয় দেশের দায়িত্বশীল কূটনৈতিক সূত্র জানিয়েছে, মাস্কাট বৈঠকে সম্পর্কের জন্য চরম অস্বস্তিকর এমন সব বিষয় নিয়ে আলোচনা এবং এটি দ্রুত নিরসনের উপায় খোঁজা হবে, এটা প্রায় নিশ্চিত।
সুত্র: মানবজমিন