সর্বশেষ সংবাদ
Home / বিনোদন / কৃষক হয়ে যাওয়ার সাধ মিষ্টি জান্নাতের

কৃষক হয়ে যাওয়ার সাধ মিষ্টি জান্নাতের

শেরপুর নিউজ ডেস্ক: ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা মিষ্টি জান্নাত। গেল বছর ঢালিউডের বেশ কয়েক তারকাদের নিয়ে তুমুল আলোচনায় ছিলেন তিনি। তার মধ্যে উল্লেখযোগ্য ছিল শাকিব খানের হবু স্ত্রী হওয়া নিয়ে গুঞ্জন!

তবে সেসব আলোচনা এখন অতীত। এখন নিজের কাজ নিয়েই ব্যস্ত এই নায়িকা। যেমন, প্রায়ই দেশের বাইরে অবস্থান করতে দেখা যায় তাকে। বিশেষ করে নায়িকার সবচেয়ে বেশি আসা যাওয়া দুবাইতে। সেখানে রয়েছে তার নানান ব্যবসা। বড় কিছু প্রতিষ্ঠানের শেয়ার হোল্ডারও তিনি! বলা যায়, ব্যবসায়িক কাজেই দুবাইতে এত যাতায়াত মিষ্টি জান্নাতের।

কিন্তু এত কিছুর মাঝেও সেই ঘুরে ফিরে চলে আসে মিষ্টি জান্নাতের রঙিন দুনিয়ার প্রসঙ্গ। নায়িকা যেহেতু অনেকটা সময় ধরে শোবিজ থেকে দূরে, তাই প্রশ্ন ছিল এবার সিনেমায় ফেরা নিয়ে। সম্প্রতি গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে অকপটেই সব জানালেন এই ঢালিউড নায়িকা।

সিনেমায় ফেরা প্রসঙ্গে মিষ্টি জান্নাত বললেন, ‘আমি সিনেমা করতে চাই। আরও ভালো কাজ করতে চাই, চার-পাঁচ বছর থাকতে চাই। এরপর কাজ ছেড়ে দেব কি না জানি না। তবে এমন একটি জায়গায় চলে যেতে চাই, যেমন পাহাড়ে গিয়ে চাষাবাদ করব, কৃষক হয়ে যাব। সেখানে শাক-সবজি চাষ করব। তখন আমি বলব, আমার পদবি ডাক্তার থেকে কৃষক হয়ে গেছে!’

সাক্ষাৎকারে সিনেমা জগৎ নিয়ে খানিকটা তিক্ত অভিজ্ঞতাও শেয়ার করলেন মিষ্টি জান্নাত। নায়িকার কথায়, ‘মিডিয়াতে প্রোডিউসাররা মনে করেন, নায়িকাকে যা বলবে, তাই শুনবে। পরে যখন আমার সিনেমা অলমোস্ট শেষ, সে সময়ে উনি ডেকেছিলেন আমাকে, রুম নক করছিলেন রাতের বেলা! আমি তো আর যাই নি। পরে তিনি আমার সঙ্গে খুব বাজে বিহেইভ করে, যা স্মরণীয় হয়ে থাকবে।’

উল্লেখ্য, ২০১৪ সালে ‘লাভ স্টেশন’ সিনেমার মাধ্যমে রুপালি পর্দার ক্যারিয়ার শুরু করেন মিষ্টি জান্নার। এরপর নিয়মিত কাজ করেছেন সিনেমায়। নায়িকা পরিচয়ের পাশাপাশি তার পরিচয় একজন চিকিৎসকও।

Check Also

‘ডাইনি’ হয়ে আসছেন অভিনেত্রী মিমি চক্রবর্তী

শেরপুর নিউজ ডেস্ক: টালিউডের জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তীকে অনেকে দুষ্টু কোকিল বলেই ডাকেন। এবার মিমি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two × 1 =

Contact Us