সর্বশেষ সংবাদ
Home / খেলাধুলা / অভিষেকে ১৫০ রানের ইনিংস করলেন ব্রিটজকে

অভিষেকে ১৫০ রানের ইনিংস করলেন ব্রিটজকে

শেরপুর নিউজ ডেস্ক: পাকিস্তানে অনুষ্ঠিত ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত এক সেঞ্চুরি করেছেন দক্ষিণ আফ্রিকার ২৬ বছর বয়সী ওপেনার ম্যাথিউ ব্রিটজকে। ওয়ানডে অভিষেকে তিনি ১৫০ রানের ইনিংস খেলেছেন। ১৪৮ বলের ইনিংস ১১টি চার ও পাঁচটি ছক্কায় সাজিয়েছেন। অভিষেকে সেঞ্চুরি করা ইতিহাসের ১৯তম ব্যাটার তিনি।

তবে আন্তর্জাতিক ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে অভিষেক ম্যাচে ১৫০ রানের ইনিংস খেলা প্রথম ক্রিকেটার এই ম্যাথিউ ব্রিটজকে। এই কীর্তির পথে ৪৭ বছরের রেকর্ড ভেঙেছেন তিনি। ওয়ানডে ক্রিকেটে অভিষেকে প্রথম সেঞ্চুরি আসে ১৯৭২ সালে।

তবে ১৯৭৮ সালে ওয়েস্ট ইন্ডিজের ডিএল হায়নেস অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলেন ১৪৮ রানের ইনিংস। পরের ব্যাটাররা আর ১৩০ রানের গন্ডি পার হতে পারেননি। এবার যেটা করে দেখালেন ব্রিটজকে। এছাড়া ওয়ানডে অভিষেকে সেঞ্চুরি করা চতুর্থ দক্ষিণ আফ্রিকান ব্যাটার তিনি। এর আগে ইনগ্রাম, টেম্বা বাভুমা ও রেজা হেনড্রিকসের ওই কীর্তি আছে।

ব্রিটজকের ব্যাটে ভর করে নিউজিল্যান্ডের বিপক্ষে শুরুতে ব্যাট করে ৪ উইকেট হারিয়ে ৩০৪ রান করেছে দক্ষিণ আফ্রিকা। জেসন স্মিথ ৫১ বলে ৪১ রান করেন। পেস অলরাউন্ডার ওয়ান মুলডার ৬০ বলে ৬৪ রান করেন। ওপেনিংয়ে ব্রিটজকে দুর্দান্ত ওমন ইনিংস খেলার পরও লাহোরের উইকেট বিবেচনায় কিছু রান কমই হয়েছে দক্ষিণ আফ্রিকার।

 

Check Also

৪৬ বছরের বিশ্বরেকর্ড ভাঙলেন ব্রিটস্কি

শেরপুর নিউজ ডেস্ক: ওয়ানডে অভিষেকেই ব্যক্তিগত সর্বোচ্চ রানের বিশ্বরেকর্ড গড়েছেন দক্ষিণ আফ্রিকার ব্যাটার ম্যাথু ব্রিটস্কি। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eight − 4 =

Contact Us