শেরপুর নিউজ: বগুড়ার শেরপুর থানা পুলিশ অভিযান চালিয়ে উপজেলা কৃষকলীগের সাবেক সাধারণ সম্পাদক আশরাফুল আলম আইয়ুব খান (৫৭) কে গ্রেফতার করেছে। সোমবার (১০ ফেব্রুয়ারি) ভোররাতে তাকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত কৃষক লীগ নেতাআইয়ুব খান শেরপুর উপজেলার সুঘাট ইউনিয়নের গুয়াগাছী গ্রামের মৃত গোলাম রহমান খানের ছেলে এবং শেরপুর উপজেলা কৃষকলীগের সাবেক সাধারণ সম্পাদক।
শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিকুল ইসলাম জানান, তিনি গত ১৫ নভেম্বর শেরপুর থানায় দায়ের করা নাশকতা ও বিস্ফোরক মামলার তদন্তে প্রাপ্ত আসামী। তাকে আদালতে সোর্পদ করা হবে।