সর্বশেষ সংবাদ
Home / বগুড়ার খবর / ধুনট / ধুনটে চাঁদাবাজির মামলায় ছাত্রদল নেতা গ্রেপ্তার

ধুনটে চাঁদাবাজির মামলায় ছাত্রদল নেতা গ্রেপ্তার

শেরপুর নিউজ ডেস্ক: বগুড়ার ধুনট উপজেলায় প্রবাসির মেয়েকে জিম্মি রেখে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে না পেয়ে বাড়ির আসবাবপত্র ভাংচুর মামলায় আল-আমিন (২৭) নামে ছাত্রদলের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (১০ ফেব্রুয়ারী) দুপুরের পর ধুনট থানা থেকে আদালতের মাধ্যমে তাকে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে। আল-আমিন উপজেলার উত্তর নান্দিয়ারপাড়া গ্রামের ছামাদ সরকারের ছেলে। আসন্ন সম্মেলনে আল আমিন উপজেলার নিমগাছি ইউনিয়ন ছাত্রদলের সভাপতি প্রার্থী। রোববার সন্ধ্যায় সেনাবাহিনী অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে তাকে আটক করে থানায় সোপর্দ করে।

মামলা সূত্রে জানা যায়, উপজেলার নিমগাছি গ্রামের রফিকুল ইসলাম জীবিকার তাগিদে দুবাই অবস্থান করেন। তার স্ত্রী আয়েশা বেগম স্কুল পড়ুয়া মেয়েকে নিয়ে সোনাহাটা বাজার এলাকায় একটি বাসায় ভাড়া থাকেন। মেয়েটি স্থানীয় একটি কেজি স্কুলের অষ্টম শ্রেণীর শিক্ষার্থী। অন্যান্য দিনের ন্যায় ২৯ জানুয়ারী সকাল ১১ টায় মেয়েটি স্কুল থেকে ভাড়া বাসায় ফেরে। এ সময় ওই বাসায় মেয়েটির মা উপস্থিত ছিলেন না।

এ সুযোগে আল-আমিন ও তার ২ সহযোগী প্রবাসির বাসায় এক যুবককে ঢুকে দিয়ে দরজায় তালা লাগিয়ে দেয়। ওই যুবক সহ মেয়েটিকে বাসায় জিম্মি করে তারা প্রবাসির স্ত্রীর কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে। কিন্ত চাঁদার টাকা পেয়ে তারা বাসার আসবাবপত্র ভাংচুর করে ঘটনাস্থল থেকে সটকে পড়ে।

এ ঘটনায় প্রবাসির স্ত্রী আয়েশা খাতুন বাদি হয়ে ওই দিনই আল-আমিন সহ ৩ জনের বিরুদ্ধে থানা ও সেনাক্যাম্পে অভিযোগ করেন। এ অভিযোগের ভিত্তিতে সেনাবাহিনী অভিযান চালিয়ে তাকে আটক করে।

ধুনট থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল আলম বলেন, প্রবাসির স্ত্রীর দায়ের করা মামলায় আল-আমিনকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে। এই মামলার অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Check Also

ধুনটে সাজাপ্রাপ্ত পলাতক দুই আসামী গ্রেপ্তার

ধুনট (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার ধুনট থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত পলাতক দুই আসামীকে গ্রেপ্তার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fourteen + 11 =

Contact Us