সর্বশেষ সংবাদ
Home / দেশের খবর / একুশে বইমেলার স্টলে হামলার নিন্দা প্রধান উপদেষ্টার

একুশে বইমেলার স্টলে হামলার নিন্দা প্রধান উপদেষ্টার

শেরপুর নিউজ ডেস্ক: একুশে বইমেলায় এক স্টলে হামলার ঘটনায় কঠোর নিন্দা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

তিনি বলেন, এ হামলা বাংলাদেশের নাগরিকদের অধিকার ও দেশের আইনের প্রতি চরম অবমাননার প্রতিফলন। এমন সহিংসতা এ মহান সাংস্কৃতিক আয়োজনের মুক্তচিন্তার চেতনাকে লঙ্ঘন করে। যা ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি থেকে মাতৃভাষার জন্য প্রাণ উৎসর্গকারী ভাষা শহীদদের স্মরণে অনুষ্ঠিত হয়। একুশে বইমেলা আমাদের লেখক ও পাঠকদের প্রতিদিনের মিলনমেলা।

সোমবার (১০ ফেব্রুয়ারি) রাতে সরকারি এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, অন্তর্বর্তী সরকার পুলিশ ও বাংলা একাডেমিকে ঘটনার তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনার নির্দেশ দিয়েছে। মেলায় নিরাপত্তা জোরদার করতে এবং এই গুরুত্বপূর্ণ স্থানে যেন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে জন্য পুলিশকে বিশেষ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

সরকার দেশের যে কোনো স্থানে গণহামলার ঘটনা প্রতিরোধে সংশ্লিষ্ট নিরাপত্তা সংস্থাগুলোকে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।

Check Also

রোজার ঈদের পর দেশে ফিরতে পারেন খালেদা জিয়া

শেরপুর নিউজ ডেস্ক: লন্ডনে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা ঈদ করেই দেশে ফিরতে পারেন বলে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × five =

Contact Us