শেরপুর নিউজ ডেস্ক:
নওগাঁর মহাদেবপুরে স্বল্প সময়ে অল্প খরচে অধিক লাভজনক খিরা চাষে সাবলম্বী হওয়ার স্বপ্ন দেখছেন আল মামুন। মহাদেবপুর উপজেলার শিয়ালী গ্রামের আব্দুল জব্বারের ছেলে আল মামুন সুজাইল মাঠে অন্যের ১৫বিঘা জমি লিজ নিয়ে স্থানীয় ও উচ্চ ফলনশীল জাতের খিরা চাষ করেছেন।
খিরা চাষি আল মামুন জানান, আতিকুর রহমানসহ কয়েকজনের মোট ১৫ বিঘা জমি ১৪ হাজার টাকা দরে প্রতি বিঘা জমি খিরা চাষের জন্য লিজ নেন। ডিসেম্বর মাষের দ্বিতীয় সপ্তাহে সেই জমিতে চাষ ও পরিমিত পরিমাণ গোবর, টিএসপি, ইউরিয়া এমপি সার প্রয়োগের মাধ্যমে খিরা বীজ বোপণের উপযোগী করে জমি তৈরি করেন। ডিসেম্বর মাষের তৃতীয় সপ্তাহের শুরুতে ঐ জমিতে খিরা বীজ বোপণ করেন।
সাড়ে ৩ থেকে সাড়ে ৪ মাস সময় লাগে খিরা চাষের। জমির আর্দ্রতার ওপর নির্ভর করে খিরার জমিতে প্রয়োজনে ৪-৫টি সেচ দিতে হয়। প্রতিদিন খেয়াল রাখতে হয় যাতে খিরা গাছে ভাইরাস ও পোকার আক্রমণ না করে। ১৫ বিঘা জমির খিরা স্বাভাবিকভাবে বাজারে বিক্রয়ের চেয়ে বীজ বিক্রয়ে অধিক লাভজনক হওয়াই তিনি এই জমির খিরা রেখে দেবেন।
গতবছর তিনি অন্যের ৬বিঘা জমিতে খিরা চাষ করে বীজ প্রক্রিয়াকরণের মাধ্যমে বাজারে বিক্রয় করেন। এতে প্রতি বিঘা জমির খিরা বীজ বিক্রি করেন ১ লাখ টাকায়। ৬ বিঘা জমিতে খিরা চাষে মোট খরচ হয়েছিল ৩ লাখ ১৫ হাজার টাকা এবং বিক্রয় হয়েছিল প্রায় ৬ লাখ টাকা।
স্বল্প সময়ে অল্প খরচে খিরা চাষ করে বীজ প্রক্রিয়াকরণের মাধ্যমে বাজারে বিক্রয় অধিক লাভজনক হওয়াই চলতি মৌসুমে ১৫ বিঘা জমিতে খিরা চাষ করেছেন। এবছর তিনি ১৫ বিঘা জমিতে মোট খরচ ৮ লাখ টাকার মতো হতে পারে এবং ১৫ লাখ টাকার খিরা বীজ বিক্রয়ের আশা করছেন তিনি।
এ বিষয়ে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ হোসাইন মোহাম্মদ এরশাদ জানান, চলতি মৌসুমে এ উপজেলায় মাঠ পর্যায়ের অফিসারগণ কৃষকদের সব ধরনের সহযোগিতা ও পরামর্শে স্থানীয় ও উচ্চ ফলনশীল জাতের ২০ হেক্টর জমিতে খিরা চাষ করেছে কৃষকরা। আবহাওয়া অনুকুলে থাকলে খিরার বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে।