শেরপুর নিউজ ডেস্ক:
অন্তর্বর্তীকালীন সরকারকে আইনশৃঙ্খলা পরিস্থিতির ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা, দ্রব্যমূল্যের অস্বাভাবিক বৃদ্ধি রোধ, দ্রুত নির্বাচনি রোড ম্যাপ প্রদান এবং প্রশাসনের সর্বস্তরে ‘পতিত ফ্যাসীবাদের দোসর’ মুক্ত করার আহ্বান জানিয়েছে বিএনপি। সোমবার (১০ ফেব্রুয়ারি) রাতে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকের সময় একটি চিঠি তুলে দেন দলটির প্রতিনিধি দলের সদস্যরা। সেই চিঠিতে এসব পরামর্শ দিয়েছেন তারা।
এতে বলা হয়, আমরা গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি, হাজারো শহীদের আত্মত্যাগের মধ্য দিয়ে বিতাড়িত পতিত পরাজিত পলাতক স্বৈরাচার, তার দোসরদের উস্কানিমূলক আচরণ, জুলাই আগস্টের রক্তক্ষয়ী ছাত্র গণঅভ্যূত্থান সম্পর্কে অশালীন, আপত্তিকর বক্তব্য-মন্তব্য দেশের জনগণের মধ্যে তীব্র ক্ষোভ ও ক্রোধের জন্ম দিয়েছে। ফলশ্রুতিতে সম্প্রতি ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে পতিত স্বৈরাচারের স্মৃতি, মূর্তি, স্থাপনা ও নামফলকসমূহ ভেঙে ফেলার মতো জনস্পৃহা দৃশ্যমান হয়েছে।
আওয়ামী লীগ বিভিন্ন কর্মসূচি ঘোষণার মধ্য দিয়ে ‘দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা করে যাচ্ছে’ এবং ‘প্রতিবেশী একটি রাষ্ট্রের সহায়তায় দেশের বাইরে থেকে’ শেখ হাসিনা এই তৎপরতা চালিয়ে যাবেন বলেও চিঠিতে উল্লেখ করা হয়। গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের দায়ে আওয়ামী লীগকে রাজনৈতিক দল হিসেবে বিচারিক প্রক্রিয়ায় নিয়ে আসার ওপর জোর দিয়েছে বিএনপি।
তাতে উল্লেখ করা হয়, বিরাজমান অস্থিতিশীল রাষ্ট্র পরিস্থিতি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, অবনতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতি, বিনিয়োগ-বাণিজ্যে স্থবিরতা ও বাজার সরবরাহ ব্যবস্থায় নৈরাজ্যপনা ইত্যাদি সীমাহীন জনদুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। বর্তমানে প্রতিনিয়ত নানা ধরনের দাবি নামা নিয়ে মব কালচারের মাধ্যমে সীমাহীন জনদুর্ভোগ, সড়কে উত্তেজনা ও বিশঙ্খখলা সৃষ্টির মাধ্যমে নাগরিকদের মধ্যে হতাশা সৃষ্টির প্রয়াস লক্ষ্যণীয়, যা সরকার যথাযথ পদক্ষেপ গ্রহণে মুন্সিয়ানা দেখাতে ব্যর্থ হচ্ছে। এক ধরনের সামাজিক নৈরাজ্যের বিস্তার লক্ষ্য করা যাচ্ছে, ফলশ্রুতিতে গণঅভ্যূত্থানের জনআকাঙ্ক্ষা ম্রিয়মান হতে শুরু করেছে।
চিঠিতে জানানো হয়, এই পরিস্থিতির উন্নয়নের মাধ্যমে জনগণের সার্বিক আকাঙ্ক্ষা ও অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে এবং সার্বিক গণতান্ত্রিক, সাংবিধানিক অধিকার নিশ্চিতকরন ও রাজনৈতিক পরিস্থিতি স্থিতিশীলতা আনায়নের লক্ষ্যে জনআকাঙ্ক্ষা অনুযায়ী দ্রুত নির্বাচনের মাধ্যমে রাজনৈতিক সরকার প্রতিষ্ঠা করা প্রয়োজন।
জনপ্রত্যাশা বা গণঅভ্যূত্থানের আকাঙ্ক্ষা গত ছয় মাসে কতটুকু পূরণ তা জনমনে ‘বিশাল প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে’ বলেও বিএনপি মনে করে।
তাদের চিঠিতে বলা হয়, অন্তর্বর্তী সরকারের কোনো কোনো উপদেষ্টা ক্ষমতায় থেকে রাজনৈতিক দল গঠন প্রক্রিয়ায় জড়িত রয়েছে মর্মে জনমনে সংশয় সৃষ্টি হয়েছে। এ প্রক্রিয়ায় প্রশাসন যন্ত্রকে ব্যবহার করার নানা প্রকার লক্ষণ ক্রমেই প্রকাশ পাচ্ছে যা দেশ ও গণতন্ত্রের জন্যে মোটেই সুখকর নয়। জনগণের প্রত্যাশা অনুযায়ী যথাযথ গণতান্ত্রিক রাজনৈতিক প্রক্রিয়ায় যেকোনো দলের আত্মপ্রকাশকে আমরা স্বাগত জানাবো।