সর্বশেষ সংবাদ
Home / স্বাস্থ্য / অতিরিক্ত মেদ থেকেই বাড়ছে স্তন ক্যান্সার!

অতিরিক্ত মেদ থেকেই বাড়ছে স্তন ক্যান্সার!

শেরপুর নিউজ ডেস্ক:

দেহের অতিরিক্ত চর্বি থেকে তৈরি হতে পারে টিউমার। সেখান থেকে জন্ম নিতে পারে ক্যান্সার। অবাক করা এই তথ্য দিয়েছেন সান ফ্রান্সিসকোর বিজ্ঞানীরা। তারা মনে করছেন, প্রতিদিন ধরে মানুষ নিজের ইচ্ছামতো খাবার খান। তবে সেই খাবার তাদের দেহে চর্বির আকারে জমা থাকে। তবে যত দিন যেতে থাকবে ততই সেই চর্বি থেকে হবে টিউমার। সেখান থেকে তৈরি হবে ক্যান্সার।

 

চর্বির কোষে এমনকিছু বিষয় থাকে যেখান থেকে ক্যান্সার তৈরি হওয়া এমন কিছু ব্যাপার নয়। প্লাস্টিক সার্জনরা মনে করছেন দেহের ত্বক একটি অতি স্পর্শকাতর বিষয়। সেখান থেকে যদি চর্বির হার বেশি হয় তাহলে সেখান থেকে সহজেই ক্যান্সার নিজেকে তৈরি করে নিতে পারে।

গবেষণা থেকে জানা গিয়েছে যেভাবে মানুষের দেহে চর্বির প্রলেপ তৈরি হয়েছে তার প্রধান কারণ হল অনিয়মিত খাবারের অভ্যাস। যদি রোজ ফ্যাট জাতীয় খাবার বেশি করে খাওয়া হয় তাহলে সেখান থেকে দেহে চর্বির পরিমান বাড়তে থাকে। তবে সেই চর্বি দেহ থেকে কমানোর কোনও কাজই কেউ করেন না। যত সময় কাটতে থাকে ততই সেই চর্বি দেহ থেকে নিজের রাজত্ব করতে থাকে। সেখান থেকে তৈরি হওয়া ক্যান্সার অতি মারাত্বক।

এ ধরণের ক্যান্সারকে ধরা অতি কঠিন। সেখান থেকে যদি চিকিৎসকরা সঠিক সময়ে একে ধরতেও পারেন তাহলেও সেখান থেকে রোগীকে বাঁচিয়ে আনা বেশ কঠিন কাজ। অনেক সময় দেখা গিয়েছে রোগীরা ক্যান্সার আক্রান্ত হওয়ার ফলে তাদের ওষুধ সহজে কাজ করে না। দেহের চর্বির সঙ্গে ক্যান্সার মিশে থাকে বলে সেখান থেকে সেখান থেকে তাকে সহজে নষ্ট করাও যায় না।

চিকিৎসকরা মনে করছেন স্তন ক্যান্সারে এই বিষয়টি বেশি হয়। পাশাপাশি কোলন ক্যান্সার, প্যানক্রিয়েটিক ক্যান্সার, প্রোটেস্ট ক্যান্সারের ক্ষেত্রে এগুলি বেশি করে ধরা পড়ে। সেখানে রোগী নিজে বুঝতেই পারেন না তার দেহে ক্যান্সারের মতো মারণ রোগ বাসা বেঁধেছে।

মহিলারা নিজেদের স্তন যদি বেশি করে নিজেরাই পরীক্ষা করেন তাহলে সহজেই বোঝা যায় এই ক্যান্সার। যদি স্তনে কোনও ধরণের শক্ত অংশ হাতে ধরা পড়ে তাহলে তখনই চিকিৎকের কাছে যাওয়া উচিত। নাহলে পরে এই সমস্যা অনেক বেশি ভোগাতে পারে। যদি শুরুতে ধরা যায় তাহলে একে রোখা সম্ভব। দেরি হলেই হতে পারে মৃত্যুর হাতছানি।

Check Also

যে ফলগুলো অতিরিক্ত ওজন কমাবে

শেরপুর নিউজ ডেস্ক: অতিরিক্ত ওজন কমানোর জন্য নানা চেষ্টা করে থাকেন মানুষ। অনেকেই আছেন, নিজের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

14 + one =

Contact Us