শেরপুর নিউজ ডেস্ক: গণতন্ত্র, ন্যায়বিচার, অধিকার ও জাতীয়স্বার্থ প্রতিষ্ঠার লক্ষ্যে শেরপুরে গণঅধিকার পরিষদের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। আরিফ আহমেদকে আহ্বায়ক এবং শামছুজ্জামান শিভলুকে সদস্য সচিব করে ৪১ সদস্যবিশিষ্ট এ আহ্বায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।
সোমবার (১০ ফেব্রুয়ারি) দলের সভাপতি নুরুল হক ও রাশেদ খান স্বাক্ষরিত দলীয় প্যাডে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।
আহ্বায়ক কমিটির অন্যরা হলেন- সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. শহিদুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক মো. কাজী হায়াত, মাসুদ রানা, মনিরুজ্জামান মনির, এড. এনামুল হক, গিয়াস উদ্দিন সম্রাট, খোরশেদ আলম, আবু সাঈদ, মো. শরীফ হাসান, সিনিয়র যুগ্ম সদস্য সচিব মাজহারুল ইসলাম মাসুদ প্রমুখ।
আরিফ আহমেদ বলেন, সবার সহযোগিতায় গণতন্ত্র, ন্যায়বিচার, অধিকার ও জাতীয়স্বার্থ প্রতিষ্ঠার লক্ষ্যে শেরপুরে গণ অধিকার পরিষদ কাজ করে আসছে এবং এটি অব্যাহত থাকবে।