শেরপুর নিউজ: বগুড়ার শেরপুর থানা পুলিশ অভিযান চালিয়ে নাশকতা ও বিস্ফোরক মামলায় খামারকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মো. আব্দুল মোমিন (৫৫) কে গ্রেফতার করেছে। তাকে মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) রাত ১টার দিকে শেরপুর শহরের কর্মকারপাড়ার নিজ বাসা থেকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আব্দুল মোমিন শেরপুর উপজেলার ৩নং খামারকান্দি ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান এবং ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি। তিনি খামারকান্দি ইউনিয়নের ঝাজঁর গ্রামের মৃত হায়দার আলী মণ্ডলের ছেলে।
শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিকুল ইসলাম জানান, তিনি গত ১৫ নভেম্বর শেরপুর থানায় দায়ের করা নাশকতা ও বিস্ফোরক মামলার তদন্তে প্রাপ্ত আসামী। তাকে গ্রেফতারের পর বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।