সর্বশেষ সংবাদ
Home / বিনোদন / ভালোবাসা দিবসে যে কষ্টের গান শোনাবেন আসিফ

ভালোবাসা দিবসে যে কষ্টের গান শোনাবেন আসিফ

শেরপুর নিউজ ডেস্ক: আসছে ভালোবাসা দিবসে গানে গানে কষ্টের কথা শোনাবেন সংগীতশিল্পী আসিফ আকবর। গানের শিরোনাম ‘কষ্ট ভীষণ’। গানটির কথা লিখেছেন আহমেদ রিজভী, সুরকার মনোয়ার হোসেন টুটুল, সঙ্গীতায়োজন করেছেন পার্থ মজুমদার।

ভালোবাসা দিবসের নতুন এই গান নিয়ে আসিফ আকবর জানালেন, ‘গানটিতে দর্শক-শ্রোতারা অনেক নতুনত্ব পাবেন। রিজভী ভাইয়ের লেখা আর টুটুল ভাইয়ের সুরের সাথে পার্থ দা’র সঙ্গীতায়োজন নিঃসন্দেহে গানটিকে ভিন্নমাত্রা দিয়েছে।’

গানটির ভিডিও নির্মাণ করেছেন চন্দন রায় চৌধুরী। রূপগঞ্জের সুবর্নভূমি গ্রামের মনোরম লোকেশনে চিত্রায়ন করে নির্মাণ করা হয়েছে ভিডিও। সেখানে দর্শক দেখতে পাবেন আসিফ আকবরের সাথে মডেল মৌরী মাহদী’র অনন্য এক রসায়ন।

যে ভালোবাসার মানুষটিকে দেখলে হৃদয় হেসে ওঠে, সেই মানুষটি যখন কাছে টেনে যত্ন করে কাঁদিয়ে চলে যায় তখন হৃদয়ে আর বসন্ত থাকে না, ওঠে বৈশাখী ঝড়। চেনা মানুষটির এই অচেনা রূপ মেনে নেওয়া যে কতটা কষ্টের সেই কথাই উঠে এসছে আসিফ আকবরের নতুন এই গানে।

‘কষ্ট ভীষণ’ গানটি প্রকাশ করছে ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস)। তাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে পাশাপাশি শুনতে পাওয়া যাবে দেশি-বিদেশি একাধিক মিউজিক প্ল্যাটফর্মে।

Check Also

‘ডাইনি’ হয়ে আসছেন অভিনেত্রী মিমি চক্রবর্তী

শেরপুর নিউজ ডেস্ক: টালিউডের জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তীকে অনেকে দুষ্টু কোকিল বলেই ডাকেন। এবার মিমি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

19 + three =

Contact Us