সর্বশেষ সংবাদ
Home / দেশের খবর / ত্রয়োদশ নির্বাচন হবে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ভালো: ইউএনডিপি

ত্রয়োদশ নির্বাচন হবে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ভালো: ইউএনডিপি

শেরপুর নিউজ ডেস্ক: বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ইতিহাসের সবচেয়ে ভালো নির্বাচন হবে বলে আশাবাদ প্রকাশ করেছেন জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) বাংলাদেশের আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে উন্নয়ন সহযোগীদের জন্য আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন। ব্রিফিংয়ে ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জাপান, চীন, দক্ষিণ কোরিয়াসহ ১৮টি দেশের রাষ্ট্রদূত ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

স্টেফান লিলার বলেন, আমরা একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের জন্য নির্বাচন কমিশনকে সমর্থন করছি। আশা করি, এটি বাংলাদেশের ইতিহাসের সেরা নির্বাচন হবে, এবং সেটিই আমাদের আকাঙ্ক্ষা।

পরবর্তী সাধারণ নির্বাচন কবে হবে, সে বিষয়ে তিনি বলেন, এটি অন্তর্বর্তী সরকার এবং নির্বাচন কমিশনের সিদ্ধান্ত। এর সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই। তবে নির্বাচনের চ্যালেঞ্জ নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি ইউএনডিপি প্রতিনিধি।

তিনি জানান, গত ডিসেম্বরেই নির্বাচন কমিশন সহযোগিতা চেয়েছিল। এর পরিপ্রেক্ষিতে জানুয়ারিতে দুই সপ্তাহের জন্য জাতিসংঘের একটি দল নির্বাচন কমিশন পরিদর্শন করেছে এবং কমিশনকে সম্ভাব্য কারিগরি সহায়তার বিষয়ে জানিয়েছে।

Check Also

রোজার ঈদের পর দেশে ফিরতে পারেন খালেদা জিয়া

শেরপুর নিউজ ডেস্ক: লন্ডনে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা ঈদ করেই দেশে ফিরতে পারেন বলে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

19 − 11 =

Contact Us