সর্বশেষ সংবাদ
Home / দেশের খবর / দেখা হতে পারে ড. ইউনূস ও নরেন্দ্র মোদির

দেখা হতে পারে ড. ইউনূস ও নরেন্দ্র মোদির

শেরপুর নিউজ ডেস্ক: আগামী ৪ এপ্রিল থাইল্যান্ডে বসতে যাচ্ছে দ্য বে অব বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি-সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কো-অপারেশনের (বিমসটেক) ষষ্ঠ শীর্ষ সম্মেলন। অনুষ্ঠেয় এ সম্মেলনে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দেখা হতে পারে। মঙ্গলবার ঢাকায় বিমসটেক কার্যালয়ে মহাসচিব ইন্দ্র মণি পান্ডে ডিপ্লোম্যাটিক করেসপনডেন্ট অ্যাসোসিয়েশন বাংলাদেশ (ডিক্যাব) সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় এ তথ্য জানান।

ইন্দ্র মণি পান্ডে বলেন, থাইল্যান্ডে বিমসটেক সামিটে সদস্য দেশগুলোর শীর্ষ নেতারা যোগদানে সম্মত হয়েছেন। তবে সাইড লাইনে শীর্ষ নেতাদের একে অপরের সঙ্গে বৈঠক সদস্য দেশগুলো পারস্পরিক আলোচনার মাধ্যমে ঠিক করবে। দুই প্রতিবেশী দেশের সরকারপ্রধানের মধ্যে দেখা হলেও আনুষ্ঠানিক বৈঠকের বিষয় নিশ্চিত নয়। দুই দেশের আগ্রহের ওপর এ বৈঠক নির্ভর করবে।

তিনি বলেন, বিমসটেক সদস্য রাষ্ট্রগুলোর দ্বিপাক্ষিক বিষয় নিয়ে কাজ করে না। বরং এ অঞ্চলের বাণিজ্য, যোগাযোগসহ নানান স্বার্থে কাজ করে। কিন্তু এ প্ল্যাটফরম ব্যবহার করে সদস্য দেশগুলো পরস্পরের সঙ্গে বোঝাপড়া বাড়াতে পারে।

অন্তর্বর্তী সরকার থেকে বিমসটেক সহযোগিতা পাচ্ছে বলে জানিয়ে মহাসচিব বলেন, বাংলাদেশ প্রতিষ্ঠাতা সদস্য হিসাবে বিমসটেককে শক্তিশালী করতে কাজ করছে। সে অনুযায়ী বর্তমান অন্তর্বর্তী সরকার থেকে আমরা যথাযথ সহযোগিতা পাচ্ছি। বাংলাদেশের রাজনৈতিক পরিবর্তনকেও আমরা সম্মান করি।

 

Check Also

রোজার ঈদের পর দেশে ফিরতে পারেন খালেদা জিয়া

শেরপুর নিউজ ডেস্ক: লন্ডনে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা ঈদ করেই দেশে ফিরতে পারেন বলে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × 5 =

Contact Us