Home / বিনোদন / নামের বানান ভুল একদম মানতে পারি না : কনকচাঁপা

নামের বানান ভুল একদম মানতে পারি না : কনকচাঁপা

শেরপুর নিউজ ডেস্ক: গান, ছবি আঁকার বাইরে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সরব নন্দিত কণ্ঠশিল্পী রুমানা মোর্শেদ কনকচাঁপা। কাজের পাশাপাশি ব্যক্তিজীবনের নানা ঘটনা তিনি শেয়ার করেন ভক্ত-শ্রোতাদের সঙ্গে। সেই ধারাবাহিকতায় কনকচাঁপা এবার তার নামের নামের বানান নিয়ে ভুল ধরিয়ে দিলেন।

এক ফেসবুক পোস্ট বরেণ্য এই কণ্ঠশিল্পী লেখেন, ‘আমি রুমানা মোর্শেদ কনকচাঁপা।

অথচ ৮০ ভাগ মানুষ আমার নাম লেখে রোমানা! রুমানাকে রুমানা লেখা কি এতই কঠিন! ইংরেজিতেও এর তফাত মেলা। Rumana, Romana-তে তফাত আছে না? উকার, ওকার-এ তফাত আছে না? নামের বানান ভুল আমি একদম মানতে পারি না।’

তিন দশকেরও বেশি সংগীত ক্যারিয়ারে অসংখ্য শ্রোতাপ্রিয় গান উপহার দিয়েছেন কনকচাঁপা। সিনেমায় তার গাওয়া গানের সংখ্যা তিন হাজারেরও বেশি। প্রকাশ করেছেন ৩৫টিরও বেশি একক অ্যালবাম।

তার গাওয়া জনপ্রিয় গানগুলোর মধ্যে রয়েছে—‘অনেক সাধনার পরে আমি পেলাম তোমার মন’, ‘তোমাকে চাই শুধু তোমাকে চাই’, ‘ভালো আছি ভালো থেকো’, ‘যে প্রেম স্বর্গ থেকে এসে জীবনে অমর হয়ে রয়’, ‘তোমায় দেখলে মনে হয়’, ‘অনন্ত প্রেম তুমি দাও আমাকে’, ‘তুমি আমার এমনই একজন’ ইত্যাদি।

 

Check Also

ঈদ রাঙাতে এলো ‘ঈদ আনন্দ’

শেরপুর নিউজ ডেস্ক: ঈদুল ফিতর উপলক্ষে আসছে তারেক আনন্দের কথায় ঈদের গান ‘ঈদ আনন্দ’। শাহরিয়ার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

13 + 3 =

Contact Us