সর্বশেষ সংবাদ
Home / স্বাস্থ্য / শিশু ক্যান্সারের ওষুধ বিনামূল্যে দেবে ডব্লিউএইচও

শিশু ক্যান্সারের ওষুধ বিনামূল্যে দেবে ডব্লিউএইচও

শেরপুর নিউজ ডেস্ক:

 

নিম্ন ও মধ্যম আয়ের দেশগুলোয় ক্যান্সার আক্রান্ত শিশুদের বিনামূল্যে ওষুধ দেওয়ার ঘোষণা দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। গতকাল মঙ্গলবার সুইজারল্যান্ডের রাজধানী জেনেভা শহরে অবস্থিত ডব্লিউএইচওর কেন্দ্রীয় কার্যালয় থেকে দেওয়া এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে বলা হয়েছে, মঙ্গলবার থেকে এ-সংক্রান্ত কর্মসূচি শুরু হয়ে গেছে। এদিন মঙ্গোলিয়া ও উজবেকিস্তানের ক্যান্সারে আক্রান্ত শিশুদের জন্য ওষুধের চালান পাঠানোর কাজ শুরু হয়েছে। এর পর ইকুয়েডর, জর্ডান, নেপাল ও জাম্বিয়াতেও পাঠানো হবে ওষুধের চালান। এই ছয়টি দেশের হাসপাতালগুলোয় ক্যান্সারে আক্রান্ত শিশু রয়েছে প্রায় ৫ হাজার। তাদের সবার কাছেই বিনামূল্যে পৌঁছাবে ওষুধ।

বিবৃতিতে আরও বলা হয়, পাইলট পর্যায়ে যে ছয়টি দেশ বেছে নেওয়া হয়েছে, সেগুলোয় মানসম্পন্ন এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত ওষুধের সরবরাহ অব্যাহত থাকবে। শিগগিরই এ তালিকায় যুক্ত হবে আরও নতুন দেশ।

বিশ্বে এখনও ক্যান্সারে আক্রান্ত শিশুদের চিকিৎসায় উচ্চ আয়ের দেশগুলোর চেয়ে অনেক পিছিয়ে আছে মাঝারি ও নিম্ন আয়ের দেশগুলো। এই ব্লকের দেশগুলোয় ক্যান্সারে আক্রান্ত হওয়ার পর সেরে ওঠা শিশুদের হার ৩০ শতাংশেরও কম। অন্যদিকে, ‍উন্নত দেশগুলোয় এ হার প্রায় ৮০ শতাংশ। ডব্লিউএইচওর হিসাব অনুযায়ী, বিশ্বজুড়ে প্রতিবছর ক্যান্সারে আক্রান্ত হয় অন্তত ৪ লাখ শিশু। কিন্তু ওষুধের দুর্মূল্য ও প্রয়োজনীয় চিকিৎসার অভাবে এই শিশুদের ৭০ শতাংশই মারা যায়।

বিবৃতিতে বলা হয়েছে, আগামী পাঁচ থেকে সাত বছরের মধ্যে ৫০টি দেশে এই কর্মসূচি বিস্তারের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। যদি তা সফল হয়, তাহলে বিশ্বের প্রায় ১ লাখ ২০ হাজার শিশুরোগী বিনামূল্যে ক্যান্সারের ওষুধ পাবে।

Check Also

যে ফলগুলো অতিরিক্ত ওজন কমাবে

শেরপুর নিউজ ডেস্ক: অতিরিক্ত ওজন কমানোর জন্য নানা চেষ্টা করে থাকেন মানুষ। অনেকেই আছেন, নিজের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × three =

Contact Us